
চ্যাম্পিয়ন ট্রফি ও বিপিএলে সাকিব আল হাসানের খেলার বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
রবিবার (১ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিপিএল ২০২৫ এর মাসকাট উন্মোচন করা হয়েছে। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সাকিব প্রসঙ্গে কথা বলেন।
চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলা নিয়ে ফারুক আহমেদ বলেন, সাকিব এখনও আমাদের লিস্টে আছে। আশা করি যে ও যেভাবে চাচ্ছে এটাকে যদি সমাধান হয়। এটা অবশ্যই আমি মনে করি সাকিব এখনও ক্ষমতা রাখে জাতীয় দলে খেলার।
মূলত, জাতীয় দলে খেলতে বিসিবিকে তিনটি শর্ত দিয়েছেন এই দেশসেরা ক্রিকেটার। দেশের মাটিতে খেলার স্বাধীনতা, ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দেওয়া এবং দেশে ফেরা ও বিদেশে যাওয়ার নিশ্চয়তা চেয়েছিল সাকিব। এই তিনটি বিষয়ে অনুমোদন পেতে সরকারকে রাজি করাতে বিসিবিকে অনুরোধ করেছিলেন।
কিন্তু এই বিষয়ে কোনো সমাধান দিতে পারেনি বিসিবি। যার ফলে দেশে এসে বিপিএল খেলাও সাকিবের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তাই দেশসেরা ক্রিকেটারকে ছাড়া বিপিএল অনুষ্ঠিত হলে গ্ল্যামার কমবে কি না এমন প্রশ্ন করা হয় বিসিবি সভাপতিকে।
জবাবে তিনি বলেন, সাকিবের বিষয়টা আমি খুব বেশি উত্তর দিতে পারি না। আপনি আমাকে বারবার প্রশ্ন করেন, আমি বিব্রত না। আমি চাই সে খেলুক, কিন্তু ওর যে ব্যাপারটা পুরোপুরি আসলে...ও যে কারণে দেশে আসতে পারছে না।
এটার সাথে ক্রিকেট বোর্ড কোনোভাবেই সম্পৃক্ত না। এর উত্তর দেওয়া আমার পক্ষে সহজ না। আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী আছে, তাদেরই এই ব্যাপারটা মীমাংসা করতে হবে।
উল্লেখ্য, বিপিএলের ১১তম আসরে তিনটি নতুনসহ ৭টি দল অংশগ্রহণ করবে। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]