স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছে সফরকারী আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। সিরিজে টিকে থাকার লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে নামার আগে ভিন্ন এক অভিজ্ঞতা নিলেন আইরিশ ক্রিকেটাররা।
২৯ নভেম্বর, শুক্রবার মিরপুরে রিকশা ভ্রমণের আনন্দ উপভোগ করেন আইরিশ নারীরা।
এই বিশেষ আয়োজন করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জীবনে প্রথমবারের মতো বাংলাদেশের ঐতিহ্যবাহী বাহন রিকশায় চড়ার অভিজ্ঞতা ছিল তাদের জন্য নতুন এবং রোমাঞ্চকর।
দুপুর ২টা ৩০ মিনিটে তাদের অনুশীলন শুরু হওয়ার কথা ছিল। এর আগে হঠাৎ মিরপুর স্টেডিয়ামের চত্বরে বেশ কয়েকটি রিকশা দেখা যায়। রিকশাগুলোর প্রস্তুতি দেখে কিছুটা আগ্রহী হলেও কেউ কেউ প্রথমবার চড়ার কারণে কিছুটা ইতস্তত করছিলেন। তবে কিছুক্ষণ পরেই আইরিশ মেয়েরা এই ভ্রমণে মজে যান।
রিকশায় বসে মজা করার পাশাপাশি বেশ কয়েকজন ক্রিকেটার চালকদের সঙ্গে ছবি তোলেন। কেউ কেউ রিকশা চালানোর চেষ্টা করেন। রিকশাগুলো পরে মিরপুরের ফাঁকা রাস্তায় নিয়ে যাওয়া হয়, যেখানে আইরিশ ক্রিকেটাররা ঢাকার ঐতিহ্যবাহী পরিবহনের অভিজ্ঞতা নেন।
উল্লেখ্য, শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]