
দীর্ঘ ১৫ বছর পর স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের দেখা পেল লিভারপুল। বুধবার (২৭ নভেম্বর) অ্যান্ডফিল্ডে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারায় অলরেডরা।
পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে লিভারপুল। বল দখলের পাশাপাশি আক্রমণেও রিয়াল থেকে অনেক এগিয়ে ছিল স্লটের দল। তবে প্রথম হাফে গোল করতে পারেনি অলরেডরা। দ্বিতীয়ার্ধের শুরুতে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার লিভারপুলকে লিড এনে দেন। ম্যাচের ৫২ মিনিটে কনর ব্র্যাডলির পাস থেকে নিচু শটে গোল করেন এই আর্জেন্টাইন।
৬১তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল রিয়াল। লুকাস ভাসকেসকে বক্সে ফেলে দিলে পেনাল্টি পায় সফরকারীরা। তবে এমবাপ্পের দুর্বল স্পট-কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন আইরিশ গোলরক্ষক কেলেহার। ৬৯তম মিনিটে সালাহকে রিয়ালের ডিফেন্ডার মেন্দি বক্সে ফেলে দিলে পেনাল্টি পায় লিভারপুলও। কিন্তু বাইরে মেরে ব্যবধান বাড়ানোর সুযোগ হারান মিশরীয় ফরোয়ার্ড।
তবে ৭৬তম মিনিটে গোল করে লিভারপুলের জয় নিশ্চিত করেন ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো। রবার্টসনের ক্রসে হেডে গোল করেন তিনি। শেষ পর্যন্ত আর গোল না হলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে পাঁচ ম্যাচের সবকটিতে জয় নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল। এদিকে ৫ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ২৪তম স্থানে রিয়াল মাদ্রিদ।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]