
আগামী ২৯ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের। এদিন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে মোকাবিলা করবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১ টায়। এর আগে ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যেখানে ভারতকে ২৭ রানে হারিয়ে জুনিয়র টাইগাররা।
২৬ নভেম্বর, মঙ্গলবার আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৭ রান সংগ্রহ করে জুনিয়র টাইগাররা।
দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেছেন আজিজুল হাকিম তামিম। আর ৪০ রান করেছেন দেবাশীষ। জবাব দিতে নেমে ৩৯ ওভার ৫ বলে খেলে ১৯০ রানে অলআউট হয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দল।
আমান ৩০ রান করে আউট হলেও একাই লড়াই করছিল সিদ্ধার্থ। এই ব্যাটার ৫৬ রানে অপরাজিত থাকলেও পরাজয় এড়াতে পারেনি ভারত।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]