যে পদ্ধতিতে
শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণ করবে আইসিসি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ২০:৩৭
শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণ করবে আইসিসি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের মাটিতে ২০২৫ সালের শুরুর দিকে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ভারত জানিয়ে দিয়েছে, তারা পাকিস্তানে গিয়ে এই টুর্নামেন্ট খেলতে চায় না। দেশটির এমন সিদ্ধান্তের কারণে এখনও সূচি প্রকাশ করতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন অবস্থায় বিপাকে পড়েছে আইসিসিও। দুই দেশের এই সম্পর্কের টানাপোড়নে এখনও অনিশ্চিত চ্যাম্পিয়ন্স ট্রফির। তবে এই সমস্যা সমাধানের জন্য একটি ভার্চুয়াল বোর্ড সভা ডেকেছে আইসিসি।


২৬ নভেম্বর, মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান। সভাটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার, সেখানেই চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণ হবে।


প্রতিবেদনে জানানো হয়েছে, এই বোর্ড সভায় পাকিস্তানকে হাইব্রিড মডেলের প্রস্তাব দেওয়া হবে। এতে তারা যদি রাজি না হয়, তাহলে ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে দেশটির হোস্টিং অধিকার কেড়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়াও পিসিবিকে রাজি করতে আর্থিক প্রণোদনা ব্যবহার করা হতে পারে।


পিসিবির সূত্রের বরাত দিয়ে ক্রিকেট পাকিস্তান আরও জানিয়েছে, যেকোনো পরিস্থিতিতে এবার হাইব্রিড মডেলে যেতে চায় না। এ ছাড়া অতিরিক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তা গ্রহণ করবে না পিসিবি।


পাকিস্তানে দল না পাঠানোর কারণ হিসেবে ভারত নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছে। কিন্তু তাদের এই অজুহাত মানতে নারাজ পিসিবি। এ বিষয়ে লিখিতও চেয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। জানা গেছে, আইনি পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে পিসিবি।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com