
চলতি ২০২৪ সালে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের শেষ ম্যাচ ছিল গত ১৬ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে। জাতীয় দলের ব্যস্ততা না থাকায় ফুটবলাররা ক্লাবে যোগ দিয়েছেন। এদিকে খেলা না থাকায় জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাও নিজ দেশ স্পেনে চলে যেতে পারতেন।
তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে তার চুক্তির ফয়সালা না হওয়ায় তিনি এখনও ঢাকায় অবস্থান করছেন।
সম্প্রতি বাফুফে সভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল স্প্যানিশ এ কোচের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি ক্যাবরেরাকে বেশ কয়েকটি শর্ত দিয়েছেন। সেই শর্তগুলো ভাবতে তাকে এক সপ্তাহের সময় দিয়েছেন দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান।।
তাবিথ আউয়াল থাইল্যান্ড থেকে দেশে ফিরে আসার পরই বাংলাদেশের কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বাফুফের ঘনিষ্ঠ কয়েকটি সূত্র জানিয়েছে, কোচ ক্যাবরেরার ব্যাপারে ইতিবাচক তাবিথ।
চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ক্যাবরেরার সঙ্গে বাফুফের চুক্তি। ২০২২ সালে জাতীয় দলের দায়িত্ব পাওয়ার পর ক্যাবরেরা তিন বছর ধরে কোচের চেয়ারে আছেন। তার অধীনে ২৯ ম্যাচ খেলে লাল-সবুজের দলটি জিতেছে মাত্র ৮ ম্যাচে। ১৫টি হারের বিপরীতে ড্র করেছে ৬টিতে।
২০২৪ সালে ৮ ম্যাচে মাত্র ২টিতে জয় পাওয়ায় ক্যাবরেরাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]