গোল-খরা কাটিয়ে জয়ে ফিরল রিয়াল
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৫৪
গোল-খরা কাটিয়ে জয়ে ফিরল রিয়াল
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

টানা দুই ম্যাচ ড্র করে পেছনে ছুটতে থাকা দলগুলোর সঙ্গে পয়েন্ট ব্যবধান আগেই কমিয়ে রেখেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ সেই সুযোগটা কাজে লাগানোর লক্ষ্য নিয়েই হয়তো লেগানেসের মুখোমুখি হয় গতকাল (রোববার)। যদিও তারা এখনও চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে এক ম্যাচ কম খেলেছে।


গত চার ম্যাচে জয়ের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। সেই সঙ্গে ছিল গোল-খরাও। এবার সেই খরা কাটিয়ে লেগানেসের বিপক্ষে এমবাপে-গুলার ও ফেদে ভালভার্দেদের গোলে ৩-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল।


গতকাল (রোববার) লা লিগার ম্যাচে প্রতিপক্ষ লেগানেসের বিপক্ষে তুলনামূলক ভিন্ন রক্ষণভাগ নিয়ে নামে রিয়াল। অভিজ্ঞ ডিফেন্ডারদের চোট আনচেলত্তিকে হয়তো সেটাই করতে বাধ্য করেছে। ফলে অধিনায়কত্বের আর্মব্যান্ড পরা ভালভার্দেকে দেখা যায় রক্ষণ সামলাতে। অন্যদিকে, আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপেরা ম্যাচজুড়ে প্রতিপক্ষের ওপর দাপট দেখিয়েছেন।


ম্যাচে লস ব্লাঙ্কোসরা লিড নিতে সময় নেয় ৪৩ মিনিট পর্যন্ত। এর আগে অফসাইড ও প্রতিপক্ষ গোলবারে তারা বারবার পরাস্ত হয়েছে। পঞ্চম মিনিটে গোলের লক্ষ্যে প্রথম শটটি নেন এমবাপে। তার সেই প্রচেষ্টা অনায়াসে ঠেকান গোলরক্ষক। মিনিট ছয়েক পরই তিনি গোল করে উদযাপন শুরু করতেই সেটি কাটা পড়ে অফসাইডে। এরপর গোলবারে গিয়ে দুই দলই একাধিকবার ব্যর্থ হয়। ফলে রিয়াল কাঙ্ক্ষিত গোল পায় বিরতিতে যাওয়ার আগমুহূর্তে। ৪৩তম মিনিটে লেগানেস রক্ষণের অসতর্কতায় ভিনিসিয়ুসের পা ধরে ফাঁকা জালে বল পাঠান এমবাপে।


এ নিয়ে রিয়ালের হয়ে লা লিগায় সপ্তম গোল করলেন এই ফরাসি অধিনায়ক। এ ছাড়া গত চার ম্যাচের গোল-খরাও কাটালেন এমবাপে। তার গোলে অ্যাসিস্ট করা ভিনিসিয়ুস গোল না পেলেও পুরো ম্যাচে ছন্দময় পারফরম্যান্সই করেছেন।


ভিনি-এমবাপেদের আক্রমণের ধার আরও বাড়ে দ্বিতীয়ার্ধে। তারই ধারাবাহিকতায় ৬৬তম মিনিটে দারুণ এক ফ্রি-কিকে লিড দ্বিগুণ করেন ভালভের্দে। ভিনিসিয়ুসও গোল পেতে পেতে পাননি লেগানেস গোলরক্ষকের দক্ষতায়। ৮৫তম মিনিটে দলের বড় জয় নিশ্চিত করেন জ্যুড বেলিংহ্যাম। যদিও সেই গোলটি হতে পারত ব্রাহিম দিয়াজের। লুকা মদ্রিচের কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে না পারায় এই মরক্কান তারকা জোরালো শট নেন। সেটি প্রতিপক্ষের একজনের পায়ে লেগে ক্রসবারে লেগে ফিরে আসে, বেলিংহ্যাম ফিরতি বল হেডে ফাঁকা জালে পাঠান।


চলতি মৌসুমে গোলখরায় ভুগছিলেন এই ইংলিশ মিডফিল্ডার। এরপর প্রথম গোল পেলেন গত ম্যাচে ওসাসুনার বিপক্ষে, এর পরের ম্যাচেই আরেকটি গোল করলেন বেলিংহ্যাম। ৩-০ গোলের জয়ে লিগ টেবিলের দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট দাঁড়াল ৩০। এক ম্যাচ বেশি খেলে বার্সেলোনা ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ নেমে গেল তিনে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com