আইপিএল নিলামে রেকর্ড ২৭ কোটিতে বিক্রি হলেন পান্ত
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১৮:৫৮
আইপিএল নিলামে রেকর্ড ২৭ কোটিতে বিক্রি হলেন পান্ত
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

এবার আইপিএল ফ্রাঞ্চাইজিগুলো ভালো অধিনায়কের দিকে জোড় দিচ্ছে। এরই ধারাবাহিকতায় গত আইপিএল বিজয়ী স্রেয়াশ আইয়ারকে এবার ২৬.৭৫ কোটি রুপিতে জয় করে নিয়েছে পাঞ্জাব কিংস। এরপর তার রেকর্ড ভেঙে ভারতের আরেক স্থানীয় ক্রিকেটারকে নিয়ে নিলামে হলো তুমুল লড়াই। শেষ পর্যন্ত তাকে রেকর্ড সর্বোচ্চ ২৭ কোটি রুপিতে নিজেদের দলে ভিড়িয়েছে লখনৌ সুপার জায়ান্টস।


লখনৌ গত আসরে নেতৃত্বের দুর্বলতায় ভুগেছিলো। যে কারণে এবার তারা রিশাভ পান্তকে পেতে কোমর বেধে নেমেছিলো আইপিএলের মেগা নিলামে। যার ফলে দেখা গেলো, স্রেয়াশ আয়ারের রেকর্ড ভাঙার কয়েক মিনিট পরই আইপিএলের নিলাম ইতিহাসে সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ক্রিকেটার হয়ে গেলেন রিশাভ পান্ত।


২ কোটি ভিত্তিমূল্য থেকে শুরু হয় রিশাভ পান্তের বিডিং। শুরুই করে লখনৌ সুপার জায়ান্টস। তাদের সঙ্গে লড়াইয়ে যোগ দেয় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। তাকে পেতে একের পর এক প্যাডল তুলতে থাকে এই দুই ফ্রাঞ্চাইজি। অর্থ্যাৎ ২ কোটি থেকে একলাফে ৫ কোটি এবং এরপর দেখা গেলো ১০কোটিতে পৌঁছে যেতে।


সাড়ে ১০ কোটি রুপিতে থাকা অবস্থায় লড়াইয়ে যোগ দেয় সানরাইজার্স হায়দরাবাদ। তাদেরও একজন অধিনায়ক প্রয়োজন। এ সময় আরসিবি নিজেদের সরিয়ে নেয় লড়াই থেকে। পাঞ্জাব কিংস অবশ্য অংশই নেয়নি। কারণ, তারা এরই মধ্যে কিনে ফেলেছে স্রেয়াশ আইয়ারকে।


লখনৌ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দরাবাদ এই দুই দলের মধ্যে বিডিং চলতে চলতে শেষ পর্যন্ত রিশাভ পান্তের চেয়ে ২৫ লাখ রুপি বেশিতে বিক্রি হয়ে গেলেন রিশাভ পান্ত।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com