
টানা চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পঞ্চম ম্যাচে বড় হার লজ্জা উপহার দিয়েছে টটেনহ্যাম হটস্পার।
শনিবার (২৩ নভেম্বর) ইতিহাদে স্বাগতিক ম্যানচেস্টার সিটিকে ৪-০ গোলে হারিয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ম্যানসিটির টানা পঞ্চম হার। ২০০৬ সালের পর এই প্রথম টানা পাঁচ ম্যাচে হারল সিটিজেনরা।
সিটিজেনদের ডেরায় গিয়ে তাদের জালেই ৪ গোল দেয়ার নায়ক জেমস ম্যাডিসন। এই ইংলিশ মিডফিল্ডারের জোড়া গোলের সঙ্গে পেদ্রো পোরো এবং ব্রেনান জনসনের গোল বড় জয় এনে দিয়েছে স্পার্সকে। ২০০৩ সালে আর্সেনালের কাছে ৫-১ গোলে হারের পর এটিই ঘরের মাঠে ম্যানসিটির সবচেয়ে বড় হার।
এই হারে ইতিহাদে সিটিজেনদের অপরাজেয় যাত্রা থামল। টানা ৫২ ম্যাচে অপরাজিত থাকার পর এই হার এলো। এর আগে ঘরের মাঠে ম্যানসিটি সবশেষ হেরেছিল ২০২২ সালে কাতার বিশ্বকাপের আগে। প্রিমিয়ার লিগেও হারের হ্যাটট্রিক হলো সিটির। আর কোচিং ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা পাঁচ ম্যাচে হারের পাশাপাশি ঘরের মাঠে ৪-০ গোলে হারের অভিজ্ঞতা হলো গার্দিওলার।
এদিন টটেনহ্যামের গোল উৎসবের সূচনা করেন জেমস ম্যাডিসন। ১৩ ও ২০ মিনিটে ২ গোল করে লন্ডনের দলটিকে এগিয়ে দেন এই ইংলিশ মিডফিল্ডার। ৫২ মিনিটে গোল করেন পেদ্রো পোরো। আর যোগ করা সময়ে সিটির কফিনে শেষ পেরেক ঠোকেন ব্রেনান জনসন।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]