
আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের অধিনায়ক হিসেবে খেলছেন সাকিব আল হাসান। তবে টানা দুই ম্যাচেই হারের তিতো স্বাদ ভোগ করেছে তার দল। দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল বিশ্বসেরা এই অলরাউন্ডার।
শনিবার (২৩ নভেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলা টাইগার্স।
তবে শেষ ১২ বলে ১৯ রানে ইনিংস খেলে দলকে ৬৬ রানের লড়াকু পুঁজি এনে দেন অধিনায়ক সাকিব। দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষকে চেপে ধরার বিপরীতে দলকে হারের দিয়ে এগিয়ে দেন বাংলা টাইগার্সের পেসার জস লিটল। ওয়াইড আর নো বলের মহড়া চালান তিনি। দ্বিতীয় ওভারে ইমরান খানের বলে লুইস আউট হন।
তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন অধিনায়ক সাকিব। প্রথম তিন বলে দুই উইকেট তুলে নিয়ে লড়াইয়ের ইঙ্গিত দেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি বাংলা টাইগার্স।
এর আগে, প্রথম ম্যাচে জয়ের খুব কাছে গিয়ে বোলারদের ব্যর্থতায় ম্যাচ হারতে হয়েছিল বাংলা টাইগার্সকে। সেই ম্যাচে ২ ওভারে মাত্র ১৫ রান খরচ করে ২ উইকেট নিয়েছিলেন সাকিব।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]