
চার ম্যাচ সিরিজের শেষ দুই টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিলক ভার্মা। আজ শনিবার (২৩ নভেম্বর) ভারতের ঘরোয়া প্রতিযোগিতা সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তিনি আরো একটি সেঞ্চুরি হাঁকিয়ে নাম লেখালেন বিশ্ব রেকর্ডের পাতায়।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এর আগে সেঞ্চুরির হ্যাটট্রিক করার রেকর্ড আর নেই কারো। বলাই যায়, সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে তিলক যেন অসাধ্য কাজই সাধন করলেন।
শনিবার রাজকোটে হায়দরাবাদের হয়ে মেঘালয়ের বিপক্ষে ৬৬ বলে ১৫১ রানের ইনিংস খেলেন তিলক। ছক্কা হাঁকান ১০টি, চার ১৪টি। মারকুটে এই ব্যাটারের ইনিংসের উপর ভর করে ৪ উইকেটে ২৪৮ রান করে হায়দরাবাদ। জবাবে ব্যাট করতে নেমে ৬৯ রানে গুটিয়ে যায় মেঘালয়।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচেও সমান ১০ ছক্কা হাঁকিয়েছিলেন তিলক। তার আগের টি-টোয়েন্টি ৭টি। অর্থাৎ শেষ ৩ ম্যাচে তিলকের ব্যাট থেকে এসেছে ২৭টি ছক্কা।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]