খেলায় ফিরল টাইগাররা
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০০:২০
খেলায় ফিরল টাইগাররা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তবে মিকাইল লুইয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। কিন্তু হজকে রান আউট করে আবারও খেলায় ফিরেছে টাইগাররা।


এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৩ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮৬ রান। মিকাইল লুই ৫৪ রান এবং অ্যালিক অ্যাথানাজে ০ রানে ব্যাট করছেন।


শুক্রবার (২২ নভেম্বর) টস হেরে ব্যাটিংয়ে শুরু থেকে টাইগার বোলারদের সমীহ করে খেলতে থাকেন ক্যারিবিয়ানরা। এতে প্রথম ১২ ওভারে মাত্র ২৩ রান তুলতে পারে স্বাগতিকরা।


১৪তম ওভারে তাসকিনকে বোলিংয়ে আনেন অধিনায়ক মিরাজ। আর তৃতীয় বলে ক্রেইগ ব্র্যাথওয়েটকে লেগ বিফোরে ফাঁদে ফেলে দলকে ব্রেকথ্রু এনে দেন তাসকিন। ৩৮ বলে মাত্র ৪ রান করেন এই ক্যারিবিয়ান ওপেনার।


এক ওভার পরে আবারও বোলিংয়ে আসেন তাসকিন। এবার এই টাইগার বলে পরাস্ত হয়েছেন কেসি কার্টি। ৮ বলে শূন্য রান করেন তিনি। কিন্তু এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন মিকাইল লুই। ১০৪ বলে ফিফটি তুলে নিয়েছেন এই ক্যারিবিয়ান ওপেনার। তাকে যোগ্য সঙ্গ দেন কাভেম হজ।


কিন্তু ইনিংস বড় করতে পারেননি হজ। ৩৮তম ওভারে রান মিরাজের বলে ডাবল নিতে গিয়ে আউটের ফাঁদে পা দেন এই ডান হাতি ব্যাটার। তাইজুলের থ্রোয়িং থেকে হজকে আউট করতে ভুল করেননি লিটন। এতে ৮৪ রানে ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com