
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সময় শুক্রবার রাত ৮ টায় শুরু হওয়া এই ম্যাচে টস জিতেছে বাংলাদেশ।
টাইগারদের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এদিন টস জিতে আগে বোলিং নিয়েছেন।
এই ম্যাচ দিয়ে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে মিরাজের। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরিতে পড়ায় দলের নেতৃত্ব কাঁধে নিয়েছেন ডানহাতি এই অলরাউন্ডার।
প্রথম ম্যাচে দুই দলের স্কোয়াড:-
বাংলাদেশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মমিনুল হক, শাহাদাত হোসাইন, লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুইস, কেসি কার্টি, অলিক আথানজে, কাভেম হজ, জোশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, আলজারি জোসেফ, কেমার রোচ, শামার জোসেফ এবং জায়দেন সিলস।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]