
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে খেলতে আজ রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
২২ নভেম্বর, শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮ টায় খেলাটি শুরু হওয়ার কথা।
এর আগে ২০টি টেস্ট ম্যাচে মুখোমুখি হয়ে বাংলাদেশ জিতেছে ৪টিতে ও ওয়েস্ট ইন্ডিজের জয় ১৪টিতে। বাকি দুই ম্যাচ হয়েছে ড্র।
প্রথম ম্যাচটি হবে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর পিচ অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। যেখানে এর আগে বাংলাদেশ ৪৩ ও ১০৩ রানে অলআউটের লজ্জা পেয়েছিল।
এই ম্যাচে দুই দলের সম্ভাব্য স্কোয়াড:-
বাংলাদেশ: মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মমিনুল হক, শাহাদাত হোসাইন, লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাইজুল ইসলাম, নাহিদ রানা এবং হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুইস, কেসি কার্টি, অলিক আথানজে, কাভেম হজ, জোশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, আলজারি জোসেফ, জোমেল ওয়ারিকান, শামার জোসেফ এবং জায়দেন সিলস। ক্রিকইনফো
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]