টাইগারদের বিপক্ষে উইন্ডিজের টেস্ট দল ঘোষণা
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ১২:৫৮
টাইগারদের বিপক্ষে উইন্ডিজের টেস্ট দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

অ্যান্টিগায় দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শুক্রবার (২২ নভেম্বর) রাত ৮টায় ক্যারিবীয়দের মুখোমুখি হবে বাংলাদেশ। এই টেস্টে নামার আগে টাইগারদের চ্যালেঞ্জ জানাতে পাঁচ পেসার নিয়ে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।


বৃহস্পতিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের একাদশ প্রকাশ করে উইন্ডিজ ক্রিকেট।


বাংলাদেশের বিপক্ষে আড়াই বছর আগে ঘরের মাঠে খেলা দুই টেস্টে জয় পেয়েছিল উইন্ডিজ। এরপর ঘরের মাঠে টেস্ট জয়ের আর দেখা পায়নি ক্যারিবীয়রা। সবশেষ ১৫ ম্যাচে ক্যারিবীয়দের জয় মাত্র দুই টেস্টে। এবার বাংলাদেশকে সামনে পেয়ে জয়ের ধারায় ফিরতে উন্মুখ হয়ে আছে তারা। এজন্য বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে অতীতের রেকর্ডই আশা জাগাচ্ছে উইন্ডিজ খেলোয়াড়দের। গেল দেড় দশকে ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জে বাংলাদেশের বিপক্ষে খেলা ৬ টেস্টেই দাপুটে জয় পেয়েছে তারা।


অবশ্য ওয়েস্ট ইন্ডিজের এবারের দলে অভিজ্ঞের চেয়ে অনভিজ্ঞ ক্রিকেটারই বেশি। কেচি কার্টি, জাস্টিন গ্রিভস বাংলাদেশের বিপক্ষে নামার আগে খেলেছেন মাত্র দুই টেস্ট। মিকাইল লুইস ৫ আর কাভেম হজ খেলেছেন ৭ টেস্ট। এছাড়া অনেকের এখনো ম্যাচের সংখ্যা ১০ পেরোয়নি। তবুও, প্রতিপক্ষ বাংলাদেশ হওয়ায় আশাবাদী উইন্ডিজ কোচ আন্দ্রে কোলি।


তিনি বলেন, ‘আমাদের দলে এমন কিছু খেলোয়াড় আছে যাদের বাংলাদেশের বিপক্ষে হোম-অ্যাওয়েতে অতীতে খেলার অভিজ্ঞতা আছে এবং তারা সফলও হয়েছে। ক্রিকেটাররা একে অপরের সম্পর্কে জানে। দলে কিছু নতুন ছেলেও আছে। এটা সিনিয়র ও ইমার্জিং খেলোয়াড়দের জন্য সুযোগ, দল হিসেবে আমাদের সামর্থ্য কতটুকু, সেটা প্রমাণ করার। বাংলাদেশের বিপক্ষে আমাদের সিরিজগুলো বরাবরই এক্সাইটিং ও চ্যালেঞ্জিং হয়ে এসেছে। ঘরের মাঠে এই সিরিজ জয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজ জিতে উইনিং মোমেন্টাম নিয়ে আমরা পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে যেতে চাই।’


ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, কেচি কার্টি, জশুয়া ডি সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, কেমার রোচ ও জেইডন সিলস।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com