ডক্টরেট ডিগ্রি লাভ করলেন মঈন আলী
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ২২:১৫
ডক্টরেট ডিগ্রি লাভ করলেন মঈন আলী
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মঈন আলীকে ক্রিকেটে অসামান্য অবদান রাখায় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে দেশটির কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়।


সম্প্রতি কভেন্ট্রি ক্যাথেড্রালে এক আড়ম্বড়পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।


সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় মঈন বলেন, কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় আমাকে এই চমকপ্রদ সম্মানে ভূষিত করায় আমি রোমাঞ্চিত। এর অংশ হতে পারা এবং শিক্ষার্থীদের সঙ্গে দিনটি ভাগ করে নেওয়া দারুণ ব্যাপার। আমি সব সময় আমার সাধ্যমতো সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।


তিনি আরও বলেন, এখন আমি আর ইংল্যান্ডের হয়ে খেলি না। তবে এখনও মানুষ আমার কাছে এসে বলে ‘তুমি খেলেছ বা তুমি যেভাবে খেলেছ, সেটা দেখেই আমি খেলি বা আমার সন্তানেরা খেলে।’ এই কথাগুলোই আমার কাছে খেলাধুলায় সত্যিকারের সাফল্য।


এদিকে মঈনকে ডক্টরেট ডিগ্রি প্রদানের ব্যাখ্যায় কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ক্রিকেট খেলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা মঈন আলীকে সম্মানসূচক ডক্টরেট অব আর্টসে ভূষিত করছি। তাকে এই সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত।


প্রসঙ্গত, ইংল্যান্ডের হয়ে দুটি বিশ্বকাপ (২০১৯ ওয়ানডে, ২০২২ টি-টোয়েন্টি) জিতেছেন মঈন আলী। ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন ১৩ ম্যাচে। তিন সংস্করণ মিলিয়ে খেলেছেন ২৯৮ ম্যাচ। ব্যাট হাতে ৬৬৭৮ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৩৬৬ উইকেট।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com