ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ২০:১৩
ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তবে এই ম্যাচে দলের অন্যতম ভরসা অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে পাচ্ছে না টাইগাররা।


চ্যালেঞ্জের মুখে পড়া এই ম্যাচের আগে আবার চাড়া দিচ্ছে পুরনো স্মৃতি।


অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে সর্বশেষ টেস্টের দুই ইনিংসেই ধসে গিয়েছিল বাংলাদেশ। ২০২২ সালের সফরে প্রথম ইনিংসে ১০৩ ও দ্বিতীয় ইনিংসে ২৪৫ রান করে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে হেরেছিল ১০ উইকেটে।


তবে চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে ব্যাটিংয়ে ভালো করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজও। চলতি বছর টেস্টে ব্যাটারদের গড় রানের হিসেবে সবার নিচে আছে ক্যারিবীয়রা। ১১ ম্যাচ খেলে মাত্র ২২.৮৯ গড়ে রান তুলেছেন তাদের ব্যাটাররা। আফগানিস্তান, জিম্বাবুয়ে, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের নিচে আছে তারা।


নড়বড়ে ব্যাটিংয়ের বিপরীতে দুই দলের পেস বোলাররাই দারুণ বোলিং করছেন। হাসান মাহমুদ টেস্টের বোলিংয়ের সঙ্গে বেশ মানিয়ে নিয়েছেন। নাহিদ রানা গতির ঝড় দেখাচ্ছেন। তাসকিন আহমেদ খারাপ করেননি। অন্য দিকে ওয়েস্ট ইন্ডিজও জেইডন সিলস, সামারাহ জোসেপ, কেমার রোচ ও আলজারি জোসেফকে নিয়ে পেস আক্রমণ দুর্দান্ত।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com