
সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নারী ফুটবল দলকে ২০ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল। প্রতিশ্রুতি অনুযায়ী এবার সেই টাকার চেক বুঝিয়ে দিল বিসিবি।
২০ নভেম্বর, বুধবার বিসিবি সভাপতি ফারুক আহমেদ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে এই চেক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন, ফাহিম সিনহা এবং নারী ফুটবল দলের ম্যানেজার মাহমুদা আক্তার।
গত মাসে নেপালের কাঠমাণ্ডুতে বাংলাদেশ শিরোপাটি জেতে দ্বিতীয় বারের মতো। ফাইনালে নারী ফুটবল দল নেপালকে ২-১ গোলে হারায় মনিকা চাকমা আর ঋতুপর্ণা চাকমার গোলে।
এই অর্থ পুরস্কার নারী দলের অসাধারণ সাফল্যের প্রতি বিসিবির কৃতজ্ঞতা এবং ভবিষ্যৎ উন্নতিতে তাদের প্রতি সমর্থনের প্রতীক হিসেবে প্রদান করা হয়েছে।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]