
পেরুর বিপক্ষে মাঠে নেমে শুরুটা খুব একটা ভালো না হলেও ম্যাচের ৫৫ মিনিটের মাথায় লিওনেল মেসির অ্যাসিস্টে লাউতারো মার্টিনেজের গোলে স্বস্তির জয় পেয়েছে। এর ফলে হারের বৃত্ত থেকে বের হল স্ক্যালোনির শিষ্যরা। যদিও ১ গোলের জয়ে খুব একটা খুশি হতে দেখা যায়নি তাদেরকে।
চলতি বছরে ২ ম্যাচে হার ও এক ড্রতে সমালোচনার মুখে পড়ে আর্জেন্টিনা এবং কোচ লিওনেল স্ক্যালোনি। গত ম্যাচেই প্যরাগুয়ের কাছে হেরেছে তারা। সেটাও এই প্রতিপক্ষের বিপক্ষে ৮ বছর পর।
ফলে জয়ের আশা নিয়ে আজ মাঠে নামে স্ক্যালোনিবাহিনী। ম্যাচের প্রথমার্ধে গোল শূন্য ড্র করার পর দ্বিতীয়ার্ধে এসে ৫৫ মিনিটে ডি-বক্সের ভেতর বল পেয়ে দারুণ এক চিপ করেন লিওনেল মেসি। স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ সে বল শূন্যে ভেসে বল পাঠালেন প্রতিপক্ষের জালে। ৫৫ মিনিটের এই গোলেই বছরের শেষ ম্যাচে ঘরের মাঠে জয় পায় আর্জেন্টিনা।
২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে এখন পর্যন্ত ১২ ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করল আর্জেন্টিনা।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]