উরুগুয়ের বিপক্ষে জয়ের দেখা পেল না ব্রাজিল
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০৯:৩৬
উরুগুয়ের বিপক্ষে জয়ের দেখা পেল না ব্রাজিল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা বাছাইপর্বে ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ১-১ ব্যবধানে হতাশার ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হল ব্রাজিলিয়ানদের। ফলে ২০২৪ সালের শেষটা জয়ে রঙিন করতে না পেরে হতাশ দলটির কোচ দরিভাল জুনিয়র।


২০ নভেম্বর, বুধবার অ্যারেনা ফোন্তে নোভা স্টেডিয়ামে উরুগুয়েকে আতিথেয়তা দেয় ব্রাজিল।


এদিন প্রথমার্ধে উভয় দল গোলশূন্য থাকলেও ৫৫ মিনিটে উরুগুয়ে গোল করলে হারের শঙ্কায় পড়ে ব্রাজিল। ম্যাক্সিমিলিয়ানো আরহাওয়ের অ্যাসিস্টে বক্সের বাইরে ডান পায়ের দুর্দান্ত গোলটি করেন ফেডেরিকো ভালভার্দে (১-০)।


তবে ব্রাজিলিয়ানরা অবশ্য নিজেদের শক্তি দেখাতে দেরি করেনি। ৭ মিনিট পরই উরুগুয়ের গোলটি শোধ করে দেয় স্বাগতিকরা। ৬২ মিনিটে গারসনের গোলে ১-১ সমতায় ফেরে ব্রাজিল। স্বস্তি পান হলুদ জার্সি গায়ে জড়ানো হাজার হাজার সমর্থক।


শেষ দিকে রাফিনহা-ভিনিসিয়ুসদের কাছে আরও একটি গোল প্রত্যাশা করেছিল দর্শকরা। তবে ভক্তদের সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি ব্রাজিলিয়ানরা। দ্বিতীয়বার উরুগুয়ের জাল খুঁজে বের করতে পায়নি ব্রাজিল। শেষমেশ পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।


উরুগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে লাতিন আমেরিকা বাছাইয়ের টেবিলে চতুর্থ স্থানে ছিল ব্রাজিল। পয়েন্ট হারিয়ে টেবিলেরও এক ধাপ নিচে চলে গেছে সেলেসাওরা। ১২ ম্যাচে ১৮ পয়েন্টের মালিক ব্রাজিলের জায়গা হয়েছে এখন পঞ্চম স্থানে।


অন্যদিকে দ্বিতীয় স্থান কিছুটা মজবুত করেছে উরুগুয়ে। মাঠে নামার আগেই দুইয়ে ছিল তারা। তবে পয়েন্ট ছিল তিনে থাকা কলম্বিয়ার সমান ১৯। ব্রাজিলের কাছ থেকে এক পয়েন্ট আদায় করায় উরুগুয়ের পয়েন্ট এখন ২০। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com