
টেস্ট সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় দল। ড্র হওয়া এই ম্যাচে বাংলাদেশের ইতিবাচক ফলাফল লক্ষ্য করা গেছে। শেষদিনে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ।
অ্যান্টিগার কুলিজ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ৭৩.২ ওভারে ২৫৩ রানে অলআউট হয়েছিল।
মুমিনুল হক ৩১, শাহাদাত হোসেন দিপু ২৫, লিটন দাস ৩১, জাকের আলি অনিক ৪৮ এবং মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৪১ রান।
জবাবে ২৭.৪ ওভারে ৯ উইকেটে ৮৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনে খেলা হয় মাত্র ২৫.৪ ওভার। এরই মধ্যে হ্যাটট্রিক করেন হাসান মুরাদ, দেন মাত্র ১ রান। হাসান মাহমুদ আর তাসকিন আহমেদ নেন ২টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৭৩.২ ওভারে ২৫৩ (মাহমুদুল ৮, জাকির ১৫, মুমিনুল ৩১, শাহাদাত ২৫, লিটন ৩১, জাকের ৪৮, মাহিদুল ৪১, মিরাজ ১১, তাইজুল ১৫*, হাসান ০, তাসকিন ৭)।
ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ: ২৭.৪ ওভারে ৮৭/৯ (মেরিয়ুস ২৩, গ্রিভস ২০, বেকফোর্ড ১৯; হাসান মাহমুদ ২/১৫, নাহিদ রানা ০/২৮, তাসকিন ২/২১, শরীফুল ১/১২, তাইজুল ০/৪, হাসান মুরাদ ৩/১, মিরাজ ১/০)।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]