একদিন আগেই উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ১৫:২৬
একদিন আগেই উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেরদিন নিজেদের একাদশ ঘোষণা করেছে ব্রাজিল। ১৯ নভেম্বর, মঙ্গলবার সংবাদ সম্মেলনে সেলেসাওদের কোচ দরিভাল জুনিয়র এই একাদশ প্রকাশ করেন।


২০ নভেম্বর, বুধবার ঘরের মাঠ সালভাদরের ফন্টে নোভা অ্যারেনায় বাংলাদেশ সময় পৌনে ৭টায় উরুগুয়ের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


সবশেষ কোপা আমেরিকায় উরুগুয়ের মুখোমুখি হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ওই ম্যাচে টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাই বুধবার প্রতিশোধের এই ম্যাচে ব্রাজিলের গোলরক্ষক হিসেবে এডারসনকেই ধরে রেখেছেন দরিভাল।


দুই সেন্ট্রারব্যাক মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাঘলেইয়াসকে সঙ্গ দেবেন দানিলো ও আবনের। ব্রুনো গিমারায়েস, গেরসন ও রাফিনিয়া থাকছেন মিডফিল্ডে। আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়রকে সঙ্গ দেবেন ইগর হেসুস এবং সাভিনহো। যার অর্থ এই ম্যাচে কেবল এক পরিবর্তন নিয়েই দলকে মাঠে নামাবেন ব্রাজিল কোচ।


রবিবার নিজেদের শেষ অনুশীলনে এই ফর্মেশনেই অনুশীলন করেছিল ব্রাজিল। আর সোমবার এসে প্রেস কনফারেন্সে একাদশ ষোষণা করেন। দলে যুক্ত হয়েছেন দানিলো। ভ্যান্ডারসনের দুই ম্যাচের নিষেধাজ্ঞার ফলে দানিলো একাদশে ফিরছেন। সেইসঙ্গে অধিনায়কের দায়িত্বটাও সামলাবেন তিনিই। আগের ম্যাচগুলোতে এই ডিফেন্ডার ছিলেন সাইডবেঞ্চে।


বর্তমানে ১৭ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের চতুর্থ স্থানে আছে ব্রাজিল। সবার ওপরে আর্জেন্টিনা। তাদের পয়েন্ট ২২। দুইয়ে থাকা উরুগুয়ের পয়েন্ট ১৯, সমান পয়েন্টে কলম্বিয়া পিছিয়ে আছে গোল ব্যবধানে।


উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের সবশেষ ম্যাচের স্মৃতিও সুখকর না। শেষবার দুই দলের দেখা হয়েছিল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে। সেবারে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছিল ব্রাজিল।


উরুগুয়ে ম্যাচে ব্রাজিল একাদশ: এডারসন (গোলরক্ষক), দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাঘলেইয়াস, অ্যাবনার, ব্রুনো গিমারায়েস, গেরসন, রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর হেসুস এবং সাভিনহো।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com