পাকিস্তানের সাদা বলের অন্তর্বর্তী কোচ আকিব জাভেদ
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ১৯:২৯
পাকিস্তানের সাদা বলের অন্তর্বর্তী কোচ আকিব জাভেদ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

গ্যারি কারস্টেন চাকরি ছেড়ে দেওয়ার পর পাকিস্তানের সাদা বলের কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন লাল বলের কোচ জেসন গিলেস্পি। এবার আনুষ্ঠানিকভাবে কারস্টেনের বদলি খুঁজে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


দেশটির সাবেক পেসার আকিব জাভেদকে সাদা বলের দুই ফরম্যাটের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


আগামী বছর ঘরের মাঠে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাবর-রিজওয়ানদের কোচিং করাবেন তিনি।


আকিব জাভেদ আগে থেকেই পিসিবির জাতীয় নির্বাচক কমিটির জ্যেষ্ঠ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এবার সেই দায়িত্বের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে কোচের ভূমিকায়ও অবতীর্ণ হবেন তিনি।


এসময়ে সাদা বলের ক্রিকেটের জন্য একজন স্থায়ী কোচের অনুসন্ধান চালিয়ে যাবে পিসিবি। আগামী ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষের পরপরই ওয়ানডে এবং টি-টোয়েন্টির জন্য স্থায়ী কোচ নিয়োগ দেবে তারা।


চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বেশ কয়েকটি সাদা বলের সিরিজ খেলবে পাকিস্তান। যার মধ্যে চলতি মাসের শেষদিকে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি রয়েছে। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে সাদা বলের সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তানের।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com