
সাবেক ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার ও ফুটবল সংগঠন রোনালদো নাজারিও সিবিএফের (ব্রাজিল ফুটবল কনফেডারেশন) প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে চান। এমনকি প্রেসিডেন্ট হলে ম্যানসিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলাকে ব্রাজিলের কোচ করবেন বলেও জানিয়েছেন তিনি।
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগুয়েজ। তার মেয়াদ ২০২৬ সালের মার্চ পর্যন্ত।
আগামী বছরের মার্চে সিবিএফের প্রেসিডেন্ট নির্বাচন হবে। ফুটবল ছাড়ার পর ব্যবসায় মনোযোগ দেওয়া ও রাজনীতির সঙ্গে টুকটাক সম্পৃক্ত থাকা রোনালদো দ্য ফেনোমেনন ওই নির্বাচনে অংশ নিতে চান।
তিনি ফুটবল ছাড়ার পর ব্রাজিলের ক্লাব ক্রুজেইরোর মালিকানা নেন। পরে অবশ্য তা বিক্রি করে দেন। ওই ক্লাবের প্রেসিডেন্ট থাকাকালীন ২০১২ সালে বলেন যে, একদিন তিনি ব্রাজিলের ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট হতে চান। রোনালদো বর্তমানে স্পেনের ক্লাব রিয়াল ভায়াদোলিদের মালিক।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]