
ভারত সিরিজ চলাকালে টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। তবে নিরাপত্তার প্রশ্নে তার দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দেশে ফিরে আবার বিদেশে যেতে পর্যাপ্ত নিরাপত্তা চেয়েছিলেন সাকিব।
৭ অক্টোবর, সোমবারএ প্রসঙ্গে মিরপুরে অনুষ্ঠিত এক মিটিং শেষে ইতিবাচক কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।
গণমাধ্যমের সামনে তিনি বলেন, ‘হ্যাঁ, সাকিবের সাথে আমার কথা হয়েছে। তার দেশে ফিরে টেস্ট থেকে অবসর নেওয়ার সম্ভাবনা খুব ভালো।’
এর আগে, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও সাকিবের অবসর নিয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন। তিনি বলেন, ‘সাকিব এমন একজন খেলোয়াড়, যিনি দেশের জন্য অসামান্য অবদান রেখেছেন। আমি ব্যক্তিগতভাবে চাই, তিনি বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলার সুযোগ পান।’
আসিফ মাহমুদ আরও বলেন, ‘আমরা একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে অবশ্যই সর্বোচ্চ নিরাপত্তা দেব। যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সেটি আইন মন্ত্রণালয়ের বিষয়, তবে আমরা তার নিরাপত্তা নিশ্চিত করব।’
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]