
আসন্ন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ে ব্যর্থতার বৃত্তে আটকে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিয়ে শঙ্কায় রয়েছে সেলেসাওরা। এমন অবস্থায় বিশ্বকাপ বাছাইয়ে ভিন্ন ভিন্ন দুই দেশের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তবে এই দুই ম্যাচে মাঠে নামার আগে ব্রাজিল শিবিরে আবারো দুঃসংবাদ। অ্যালিসন বেকার ও ভিনিসিয়ুস জুনিয়রের পর এবার ইনজুরিতে ছিটকে গেলেন অভিজ্ঞ ডিফেন্ডার এদার মিলিতাও।
৭ অক্টোবর, সোমবার ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পক্ষ থেকে জানানো হয়েছে, মিলিতাও বাঁ পায়ের ঊরুর পেশির চোটে ভুগছেন।
সিবিএফ থেকে জানানো হয়, ‘রবিবার তার কিছু পরীক্ষা করানো হয়, তাতে ডান ঊরুর পেশিতে ছোট চোট ধরা পড়েছে। এই কারণেই তিনি খেলতে পারবেন না।’ তাই চিলি ও পেরুর বিপক্ষে পরের দুই ম্যাচের স্কোয়াড থেকে রিয়াল মাদ্রিদের এই ফুটবলারকে বাদ দেওয়া হয়েছে। মিলিতাওয়ের জায়গায় ফ্লামেঙ্গোর ডিফেন্ডার ফাব্রিসিও ব্রুনোকে দলে নেওয়া হয়েছে।
এর আগে লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে রিয়ালের জার্সিতে খেলতে নেমে ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তাতে বেশ কিছুদিন মাঠের বাহিরে থাকতে হবে তাকে। ফলে এই মাসে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও পেরুর ম্যাচে ভিনিসিয়ুসকে পাচ্ছে ব্রাজিল।
ইএসপিএন বলছে, ভিনিসিয়ুসের চোটকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। রিয়াল তার চোটকে বেশ গুরুত্বসহকারে দেখছে বলেও নিশ্চিত করেছে তারা। পুরোপুরি সেরে উঠতে বিশ্রামে থাকার কথাও বলছে মেডিকেল টিম।
ভিনিসিয়ুসের মতো ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকারকেও পাচ্ছে না দলটি। আলিসন বেকারের চোট নিয়ে লিভারপুল কোচ বলেন, ‘সে যেভাবে মাঠ ছেড়ে গেছে, এভাবে বেরিয়ে যাওয়ার মানে হলো, স্বাভাবিকভাবেই ব্রাজিলের হয়ে সে খেলতে পারবে না এবং এরপর প্রথম ম্যাচেও (আন্তর্জাতিক বিরতির পর) তাকে আমরা পাওয়ার আশা করছি না। আমার ধারণা, বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে তার (মাঠে ফিরতে)।’
আগামী ১১ অক্টোবর চিলির বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর ঠিক পাঁচ দিন পর ১৬ অক্টোবর পেরুর বিপক্ষে খেলবে ব্রাজিল।
বিবার্তা/এনএইচ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]