
দুই ম্যাচ টেস্ট সিরিজের পর এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের মুখোমুখি বাংলাদেশ। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো টাইগাররা। তবে টি-টোয়েন্টি সিরিজে ভালো খেলে জিততে চায় নাজমুল হোসেন শান্তর দল। তবে সে লক্ষ্যে প্রথম ম্যাচে টস ভাগ্যে জয়ী ভারত।
৬ অক্টোবর, রোববার গোয়ালিয়রে প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ভারত।
বাংলাদেশের একাদশ: পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম।
ভারতের একাদশ: সাঞ্জু স্যামসং, অভিষেক শর্মা, সুর্য কুমার যাদব, নীতিশ কুমার রিড্ডি, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদ্বীপ সিং এবং মায়াঙ্ক যাদব।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]