ভারত নিয়ে পরিকল্পনার কথা জানালেন হৃদয়
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ১৯:০৫
ভারত নিয়ে পরিকল্পনার কথা জানালেন হৃদয়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। ৬ অক্টোবর, রোববার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। ম্যাচকে ঘিরে নিজেদের লক্ষ্য ও পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশের তারকা ব্যাটার তাওহীদ হৃদয়।


৫ অক্টোবর, শনিবার ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মারকুটে এ ব্যাটার বলেন, ‘এখানে আমাদের খুব ভালো সুযোগ আছে পারফর্ম করার। আমরা অবশ্যই জিততে চাইব।’


গোয়ালিয়রের আবহাওয়া নিয়ে হৃদয় বলেন, ‘এখানে আসার আগে বেশিরভাগ ক্রিকেটারই দেশে অনুশীলন করেছি। আমি মনে করি, আমরা সিরিজের জন্য খুবই ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করছি আমরা ভালো করব। এখানকার গরম আমাদের জন্য তেমন দুশ্চিন্তার বিষয় নয়। আমরা এই গরমে খেলে অভ্যস্ত। বাংলাদেশেও একই আবহাওয়া।’


স্টেডিয়ামের উইকেট সম্পর্কে তিনি বলেন, ‘আমরা এখানে দুই দিন অনুশীলন করলাম। উইকেট কিছুটা মন্থর ও নিচু। আমরা মাঠকর্মীদের কাছ থেকে তথ্য নিচ্ছি। ঘরোয়া ক্রিকেটের কিছু ম্যাচও হয়েছে এখানে। মনে হচ্ছে উইকেটটা মন্থরই হবে। আমরা আমাদের মতো খেলার চেষ্টা করব।’


নিজেদের পরিকল্পনা নিয়ে তরুণ এ ব্যাটার বলেন, ‘দলের পরিকল্পনা তো এখানে বলতে পারব না। পরিকল্পনাটা আমাদের ভেতরেই থাক। এখানে যে উইকেট আমার কাছে মনে হয় আগে কি হয়েছে এটা নিয়ে আমরা খুব বেশি ফোকাস না করি। এই উইকেট এখানে কি ডিমান্ড করে, সে অনুযায়ী আমরা এক্সিকিউশন করার চেষ্টা করব এবং আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আসবে, সে অনুযায়ী পারফর্ম করার চেষ্টা করব।’


টেস্ট সিরিজে হারলেও টি-টোয়েন্টিতে ভারতকে হারানোর সুযোগ রয়েছে বলে মনে করেন হৃদয়, ‘আমরা যখন মাঠে খেলতে নামি তখন প্লেয়ার কে আছে কে নেই, এগুলো ওভাবে মাথায় কাজ করে না। আমরা সবসময় আমাদের দিকটা ফোকাস করি। আমাদের যে প্রক্রিয়া আছে সেগুলো মেনটেইন করার চেষ্টা করি। হয়তো বা সুযোগ আছে হারানোর, এমন না যে তাদের বড় দলকে আমরা হারাইনি। বড় দল-ছোট দল বলে টি-টোয়েন্টি ক্রিকেটে কিছু নেই। আমার কাছে মনে হয় নির্দিষ্ট দিনে যে ভালো করবে সেই (জিতবে)।’


বিবার্তা/এনএইচ/রোমেল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com