নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
ইংলিশদের বিপক্ষে রাতে মাঠে নামবে টাইগ্রেসরা
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ১৭:০৬
ইংলিশদের বিপক্ষে রাতে মাঠে নামবে টাইগ্রেসরা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্কটল্যান্ডকে হারিয়ে নারী বিশ্বকাপে শুভসূচনা করেছে বাংলাদেশ। এর মাধ্যমে প্রায় ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। তবে এবার দ্বিতীয় ম্যাচে তাদের সামনে কঠিন পরীক্ষা। শক্তিশালী ইংলিশদের বিপক্ষে মুখোমুখি হচ্ছেন টাইগ্রেসরা।


৫ অক্টোবর, শনিবার ‘বি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।


২০১৪ সালে ঘরের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সর্বশেষ ম্যাচ জিতেছিল বাংলাদেশ নারী দল। এবার সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হওয়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১৬ রানের স্মরণীয় জয় পায় ক্রিকেট কন্যারা।


ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, অনেক অনেক দিন ধরে এই মুহূর্তটির অপেক্ষা করছিলাম। এবার এখানে আসার সময় আমাদের মনে হয়েছে, এখনই সময় জয়ের দেখা পাওয়ার। আমাদের কাছে এই জয় অনেক কিছু। শুধু আমাদের জন্য নয়, মেয়েরা ভালো করার জন্য মুখিয়ে আছে, সবার কাছেই এই জয়ের অর্থ অনেক।


তবে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশের মেয়েদের। কারণ, শক্তি এবং পরিসংখ্যান- সবদিক থেকেই এগিয়ে ইংলিশ মেয়েরা। তাদের বিপক্ষে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২০১৪, ২০১৬ ও ২০১৮ সালে বিশ্বকাপের মঞ্চে হওয়া ওই তিন ম্যাচই জিতেছে ইংল্যান্ড।


তবুও ইংল্যান্ডের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক। প্রথম ম্যাচের ইতিবাচক দিকগুলো ইংল্যান্ডের বিপক্ষে কাজে লাগাতে চায় দল।


বিবার্তা/এনএইচ/রোমেল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com