বিপিএল নিয়ে আবারও আলোচনায় বসছে বিসিবি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ১৪:০০
বিপিএল নিয়ে আবারও আলোচনায় বসছে বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চলতি বছরের শেষ নাগাদ শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। টি-টোয়েন্টির এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ (শনিবার) আলোচনায় বসবে। এর আগে গত মাসে বিপিএলের প্লেয়ার ড্রাফট ও আসর শুরুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড পরিচালকরা।


তবে জরুরিভাবে আজ সব ফ্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বসতে পারেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ সময় বোর্ডের অন্য পরিচালকদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। বিসিবির একজন পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আসন্ন বিপিএলে ৭টি দল কারা থাকবে সেটি জানিয়েছিলেন বিসিবি প্রধান।


সেদিন ফারুক আহমেদ বলেছিলেন, ‘বিপিএল নিয়ে আলাপ করেছি (আজকের সভায়)। টিম ৯৫ শতাংশ কনফার্ম। দল ৩টা পরিবর্তন হয়েছে। নিয়ম-কানুনের কিছু ব্যাপার ছিল, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। এক-দুই দিনের মধ্যে সেসব চূড়ান্ত হয়ে যাবে। এরপর বিপিএলের ড্রাফট হবে ১৪ অক্টোবর এবং আসর শুরু হবে ২৭ ডিসেম্বর।’


দেশের রাজনৈতিক পালাবদল ঘটেছে ছাত্র-জনতার আন্দোলনের পর। বিশেষ করে দেশের ক্রিকেটে চলছে চরম অস্থিরতা। এরই মধ্যে বিপিএলেও নতুন অনিশ্চয়তা দেখে দিয়েছে। আয়ের ভাগ চেয়ে বিপিএলের সর্বশেষ আসর শুরুর আগেই আর দল না রাখার হুঙ্কার দিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বদলে যাওয়া প্রেক্ষাপটে আসন্ন বিপিএলে কুমিল্লা অংশ নিচ্ছে না বলেই খবর।


ফারুক আহমেদও নিশ্চিত করেই বললেন তিনটি দল এবারের বিপিএলে থাকছে না। ঢাকা, চট্টগ্রামের পুরোনো ফ্র্যাঞ্চাইজি বিপিএলে ফিরে এসেছে। নতুন ফ্র্যাঞ্চাইজি দেখা যাবে রাজশাহী থেকে। এই তিনটি ফ্র্যাঞ্চাইজিকে নির্বাচিত করেছে বিসিবি। আসন্ন আসরের আগে আরও একবার নাম ও মালিকানায় পরিবর্তন এনেছে ঢাকা। এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা নিয়েছেন শাকিব খান। বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় এই নায়কের মালিকাধীন কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক-হারল্যানের দলের নাম ‘ঢাকা ক্যাপিটালস’।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com