নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশে থাকতে পারেন যারা
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ১৫:০৭
স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশে থাকতে পারেন যারা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আরব আমিরাতে কিছুক্ষণের মধ্যে পর্দা উঠতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল চারটায় আরব আমিরাতের মাটিতে শুরু হবে ম্যাচটি।


সবশেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিলো বাংলাদেশ। সেই জয়ের আত্মবিশ্বাস মূল ম্যাচে কাজে লাগাতে চান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।


তিনি বলেন, ‘আমি বলবো যে আমাদের দল যেভাবে খেলে এসেছে, শেষ ওয়ার্ম আপ ম্যাচটা যেভাবে খেলেছে পাকিস্তানের বিপক্ষে। সবাই একটা ভালো শেপে দেখেছি। সবার ভেতর যে এনার্জি বা ম্যাচ জেতার যে ক্ষুধা বা বলবো যে প্রত্যেকটা খেলোয়াড় যে একজন আরেকজনকে যেভাবে ব্যাক করেছে মাঠে।’


জ্যোতি আরও বলেন, ‘ব্যাটিং ইউনিট অনেক ভালো করেছে, ভালো একটা স্কোর দাঁড় করিয়েছে। বোলাররা অনেক ভালো ব্যাক আপ দিয়েছে। এখনও পর্যন্ত সবকিছু মিলিয়ে যদি চিন্তা করি দল একটা ভালো অবস্থায় আছে। আমরা জয়ের জন্যই খেলবো।’


প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশে যারা থাকতে পারেন: সুলতানা খাতুন, সুবহানা মুস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সাথী রানী, মুর্শিদা খাতুন, রিতু মণি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, জাহানারা আলম, মারুফা আক্তার।


বিবার্তা/এনএইচ/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com