
ফুটসাল বিশ্বকাপে ১২ বছর পর ফাইনালে উঠল টুর্নামেন্টটির সর্বোচ্চ পাঁচবারের বারের চ্যাম্পিয়ন ব্রাজিল।
বুধবার (২ অক্টোবর) উজবেকিস্তানের তাসখন্দে ফুটসাল বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচটি শুরু হয়। এতে ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে সেলেসাওরা।
বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়া সেমিফাইনালে নাটকীয়ভাবে জিতেছে ব্রাজিল। ম্যাচে হয়ে জোড়া গোল করেন ব্রাজিলের দিয়েগো। জয়ের গোলটি এসেছে আত্মঘাতী থেকে। ইহোর করসুন ও ইহোর চেরনিয়াভস্কি ইউক্রেনের হয়ে গোল দুটি করেন।
ম্যাচটিতে ইউক্রেনের গোলপোস্টে ৫২টি শট নেয় ব্রাজিল, যার মধ্যে ১৬টিই ছিল লক্ষ্যে। ইউক্রেন নেয় ৫০টি শট, যার ১২টি লক্ষ্যে ছিল। তবে ইউক্রেনের করা আত্মঘাতী গোলটিই তাদের টুর্নামেন্ট থেকে বিদায় করেছে।
ফুটসাল বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ২০১২ সালের পর আর শিরোপা শিরোপার দেখা পায়নি দেশটি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]