ব্যাটারদের পারফরম্যান্সে সন্তুষ্ট নন হাথুরুসিংহে
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ১৬:৪৮
ব্যাটারদের পারফরম্যান্সে সন্তুষ্ট নন হাথুরুসিংহে
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

একটি টেস্ট ম্যাচের মাঝে বৃষ্টি ও ভেজা আউটফিল্ড কেড়ে নিয়েছে আড়াই দিনের বেশি। বাকী আড়াই দিনের কম সময়ে ম্যাচটিকে ড্র করতে ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্তরা। দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ ধবলধোলাইয়ের শিকার হয়েছে।


ভারতের মাটিতে সাদা পোশাকে এমন লজ্জার মূলে ছিলেন ব্যাটাররা। ব্যাট হাতে সবাই যেভাবে ব্যর্থ হয়েছেন তা নিয়ে হতাশা প্রকাশ করেছেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে।


তিনি বলেন, ‘পরাজয় সত্যিই আমাদের কষ্ট দিচ্ছে। আমাদের পারফরম্যান্স ভালো হয়নি। যেভাবে খেলে তারা হেরেছে, এমন পরাজয় এর আগে দেখা যায়নি। এটার পূর্ণ অবদান রোহিত ও তার দলের। তারা যেভাবে খেলেছে তাতে ম্যাচটি নিজেদের করে নিয়েছে। আমরা হেরেছি, এটা আমাদের জন্য কষ্টের।’


ব্যাটারদের নিয়ে বাংলাদেশের কোচ বলেছেন, ‘এই সিরিজে ব্যাটিং হতাশাজনক হয়েছে। এর আগের সিরিজে কেউ কেউ অবদান রেখেছিলেন। তবে সবমিলিয়ে বিগত কয়েকটি সিরিজ ধরেই আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী ব্যাটিং করতে পারছি না। এই সিরিজে খারাপ করার অন্যতম কারণ হচ্ছে প্রতিপক্ষ অনেক শক্তিশালী ছিল। আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। ইতিবাচকভাবে নিয়েছি সবকিছু।’


ভারতের বিপক্ষে খেলা নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘এই মুহূর্তে বিশ্বের সেরা দল। আমরা এখানে তাদের বিপক্ষে খেলতে এসেছি। সেখানে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতে এসে খেলাটা কঠিন অ্যাসাইনমেন্টের একটা। সুতরাং আমরা জানি আমাদের কতটা উন্নতি করতে হবে।’


ব্যাটার ও বোলারদের তুলনা না করে তিনি বলেন, ‘বোলার এবং ব্যাটার সবাই আমাদের খেলোয়াড়। সুতরাং তাদের মধ্যে তুলনা করা উচিত হবে না। যখন কন্ডিশন আমাদের সহায়তা করে তখন আমরা ভালো বল করি, বিশেষ করে পেসাররা। আর এই খেলায় কন্ডিশন ভিন্ন ছিল। অবশ্যই ভারতের বিপক্ষে আমরা আমাদের সেরাটা দিতে পারিনি। আমাদের এটা নিয়ে চিন্তা করতে হবে এবং কীভাবে আমরা দ্রুত এগুলো কাটিয়ে উঠতে পারি, সেটি নিয়েও ভাবতে হবে।’


বিবার্তা/এনএইচ/রোমেল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com