
কানপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। পেসার আকাশ দীপ আর স্পিনার রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে বাংলাদেশের মিডল অর্ডার গুঁড়িয়ে গিয়েছে রান তোলার আগেই। দলীয় ৯৪ রানেই ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
আজ মঙ্গলবার ২ উইকেটে ২৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতেই ধাক্কা খেতে হয় বাংলাদেশকে। আগের ইনিংসে সেঞ্চুরি করা মুমিনুল বাড়ালেন দলের বিপদ। রবিচন্দ্রন অশ্বিনের বলটা ছিল অনেকটাই বাইরে। সেঞ্চুরির পথে মুমিনুল খেলেছিলেন অনেকগুলো সুইপ শট। সেই পথেই পা বাড়ালেন এবারেও।
কিন্তু ভারত ছিল প্রস্তুত। লেগ স্লিপে কেএল রাহুল নিয়েছেন সহজ ক্যাচ। প্রথম দুই ওভারে দশ রান তোলার পরেই আউট হলেন মুমিনুল। দিনের তৃতীয় ওভারে ধাক্কা খাওয়ার আগে অবশ্য বাংলাদেশের শুরুটা ছিল ভালোর ইঙ্গিত। দ্বিতীয় ইনিংসে পঞ্চম দিনের শুরুর বলেই রান নিয়েছিলেন মুমিনুল।
এর আগে গতকাল সোমবার চতুর্থ দিনে মাত্র ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। তখন স্বাগতিকদের লিড ৫২ রানের। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১১ ওভারে ২৬ রান তুলতেই দুটি উইকেট হারায় বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৫ বলে ১০ রান করে আউট হন ওপেনার জাকির হাসান। অশ্বিনের বলে এলবিডব্লিউ হন তিনি। নাইট ওয়াচম্যান হিসেবে হাসান মাহমুদকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাতেও খুব একটা লাভ হয়নি। হাসান আউট হন ৯ বলে ৪ রান করে।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]