
কানপুর টেস্টের প্রথম দিনের কিছু সময় বাংলাদেশ ব্যাটিং করার পর বৃষ্টি বাধ সাধে। এরপরের টানা দু-দিন বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ায়নি। চতুর্থ দিনে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে মুমিনুল হকের অনবদ্য সেঞ্চুরির পরও ২৩৩ রানের বেশি করতে পারেনি। জবাবে ব্যাটিংয়ে নেমে টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট চালাতে থাকে ভারত। দ্রুত রান তুলে বাংলাদেশের বিপক্ষে লিড নিয়ে নেয় তারা।
৩০ সেপ্টেম্বর, সোমবার টেস্টের চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ২৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ভারতের থেকে এখনো ২৬ রানে পিছিয়ে আছে টাইগাররা।
এর আগে চতুর্থ দিনে বাংলাদেশ ২৩৩ রানে অলআউট হলে মাত্র ৩৪.৪ ওভারে ৯ উইকেট ব্যাট করে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। এতে ৫২ রানের লিড পায় স্বাগতিকরা।
এদিন নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে টি-টোয়েন্টি খেলা শুরু করেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল। তবে ইনিংস বড় করতে পারেননি রোহিত। ১১ বলে ২৩ রান করে এই মারকুটে ব্যাটার আউট হলেও ফিফটি তুলে নেন জয়সওয়াল।
তাকে যোগ্য সঙ্গ দেন শুভমান গিল। ৫১ বলে ৭২ রান করে হাসানের বলে বোল্ড আউট হন জয়সওয়াল। ৩৯ রান শুভমান গিলকে সাজঘরে ফেরান সাকিব। এদিন ইনিংস বড় করতে পারেননি ঋষভ পান্থও। ৯ রান করে সাকিবের দ্বিতীয় শিকার বনে যান এই বাঁহাতি ব্যাটার।
এরপর লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন বিরাট কোহলি। দুজনের ব্যাটে ভর করে বাংলাদেশের বিপক্ষে লিড নিতে শুরু করে ভারত। তবে ফিফটির আক্ষেপ নিয়ে ৪৭ রান করে সাকিবের তৃতীয় শিকার হন কোহলি।
কিন্তু অপর প্রান্তে ফিফটি তুলে নেন রাহুল। ১৩ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন জাদেজা। ৬৮ রান করে মিরাজের দ্বিতীয় শিকার হন রাহুল। শেষ দিকে আকাশ দ্বীপ ১২ রানে আউট হলে ৯ উইকেট হারিয়ে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে ভারত।
বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ চারটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও ১ উইকেট নেন হাসান মাহমুদ।
এর আগে কানপুর টেস্টে টানা দুই দিন পর মাঠে নামার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি টাইগাররা। ১০৭ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ ২৩৩ রানে অলআউট হয়েছে। ১০৭ রানে অপরাজিত ছিলেন মুমিনুল হক।
ভারতের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন জাসপ্রিত বুমরাহ। এ ছাড়াও মোহাম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিন এবং আকাশ দ্বীপ দুটি করে উইকেট নেন। অপর উইকেটটি পেয়েছেন রবীন্দ্র জাদেজা।
বিবার্তা/এনএইচ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]