
টানা দুই দিনের অপেক্ষার পর মাঠে গড়িয়েছে কানপুর টেস্ট। চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে একেবারে নির্ধারিত সময়ে। মাঠে নেমেছেন দুই বাংলাদেশি ব্যাটার মুমিনুল হক এবং মুশফিকুর রহিম।
ওয়েদার ডটকম জানাচ্ছে, আজ কানপুরে সোমবারে বৃষ্টির সম্ভাবনা মোটে ২৪ শতাংশ। যা গতকালের তুলনায় খানিকটা কম। বর্তমান সময়সূচি জানাচ্ছে, কানপুরে আজ পুরোদিন মিলিয়ে ৯৮ ওভারের খেলা হবে।
তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এদিনও। তাপমাত্রা ২৮ থেকে ৩১ ডিগ্রী পর্যন্ত আশা করা হচ্ছে। সারাদিনের দৃষ্টিসীমা ১০ থেকে ১১ কিলোমিটার পর্যন্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে, সেক্ষেত্রে খেলা শুরু হতে আলোকস্বল্পতার বাঁধা খুব একটা বড় ইস্যু হওয়ার কথা নয়।
কানপুর টেস্টের প্রথম দিন বৃষ্টির জন্য খেলা দেরিতে শুরু হয়। এরপর প্রথম সেশন শেষে বিরতির পর কিছুক্ষণ খেলা হতে আলোকস্বল্পতায় ম্যাচ বন্ধ হয়ে যায়। পরে বৃষ্টি শুরু হলে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যায় খেলা। ফলে শুক্রবার গোটা দিনে মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে। ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করেছিল বাংলাদেশ।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]