ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৩
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চলমান টেস্ট সিরিজের পর ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ উপলক্ষ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দীর্ঘ ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে জায়গা পেলেন তিনি।


এছাড়া চমক হিসেবে রাখা হয়েছে ২০২০ সালে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য ওপেনার পারভেজ হোসেন ইমন ও রাকিবুল হাসানকে।


নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলে নিয়মিত মুখরাই ভারতের বিপক্ষে দেওয়া স্কোয়াডে সুযোগ পেয়েছেন। তিন ম্যাচের সিরিজটি শুরু হবে আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে। বাকি দুটি হবে ৯ ও ১২ অক্টোবর।


বাংলাদেশে টি-টোয়েন্টি দল: নাজম‍ুল শান্ত (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, জাকের আলী, মেহেদী মিরাজ, শেখ মাহেদী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম সাকিব ও রাকিবুল হাসান।


বিবার্তা/এনএইচ/রোমেল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com