নিউজিল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজ জয় শ্রীলঙ্কার
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩০
নিউজিল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজ জয় শ্রীলঙ্কার
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হেরে গেছে নিউজিল্যান্ড। কিউইরা যে ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে, এটি গত শনিবারই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিলো। ৫১৫ রানের বোঝা মাথায় নিয়ে ফলোঅনে পরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে মাত্র ১৯৯ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করে কিউইরা। তখনো তারা ৩১৫ রানে পিছিয়ে ছিল। শেষ পর্যন্ত টেস্টের চতুর্থ দিনে ৩৬০ রানে অলআউট হলে ইনিংস ও ১৫৪ রানে হেরে যায় ব্লাক ক্যাপসরা।


গলের স্পিন সহায়ক পিচে বাকি ৫ উইকেটে ৩১৫ রান পাড়ি দেওয়া ছিল প্রায় অসম্ভব। চতুর্থ দিনে টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনার ফিফটি করে চেষ্টা করেন। তবে তাতে তেমন একটা লাভ হয়নি। ইনিংস ব্যবধানেই হারতে হলো কিউইদের।


৬ বছর পর এই প্রথম ইনিংস ব্যবধানে হারলো নিউজিল্যান্ড। অন্যদিকে কিউইদের ধবলধোলাই করে টেস্টে টানা তৃতীয় জয় পেয়েছে লঙ্কানরা।


দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কার ৫ উইকেটে ৬০২ রানের বিশাল সংগ্রহ তাড়া করতে নেমে মাত্র ৮৮ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। লঙ্কান স্পিনার প্রভাত জয়াসুরিয়া একাই তুলে নেন ৬ উইকেট। ৫১৫ রানে এগিয়ে থেকে নিউজিল্যান্ডকে ফলোঅন করায় শ্রীলঙ্কা।


ফলোঅন করতে নেমেও লঙ্কানদের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতে পারেননি নিউজিল্যান্ডের ব্যাটাররা। ৬ বলে ০ রানে আউট হন ওপেনার টম লাথাম। অফস্পিনার নিশান পেইরিসের বলে পাথুম নিশাঙ্কার হাতে ক্যাচ হন তিনি। দ্বিতীয় উইকেটে ৯৭ রানের জুটি করেন ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন। ৬২ বলে ৬১ রান (১০ চার ও ১ ছক্কায়) করে সাজঘরে ফেরত যান ওপেনার কনওয়ে। ধনাঞ্জয়া ডি সিলভার বলে দিনেশ চান্দিমালের হাতে ক্যাচ হন তিনি।


৫৮ বলে ৪৬ রান করে পেইরিসের দ্বিতীয় শিকার হন উইলিয়ামসন। ড্যারিল মিচেল মাত্র ১ রানে আউট হন। জয়াসুরিয়ার ঘূর্ণিতে নিশাঙ্কার হাতে ধরা পড়েন এই ডানহাতি। পেইরিসের বলে বোল্ড হওয়ার আগে রাচিন রাবিন্দ্রা ২৪ বলে ১২ রান করেন। ১২১ রানেই ৫ উইকেট হারায় কিউইরা।


ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও ফিলিপসের ৭৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে তৃতীয় দিন শেষ করে নিউজিল্যান্ড। আজ ব্যাটিংয়ে নেমে দুজনই ফিফটি করেন। ৬৪ বলে ৬০ রান (৪ চার ২ ছক্কা) করে পেইরিসের বলে এলবিডব্লিউ হন ব্লান্ডেল। ফিলিপস (৯৯ বলে ৭৮) হন পেইরিসের পঞ্চম শিকার। অভিষেক ম্যাচেই ফাইফার পূর্ণ করেন লঙ্কান ডানহাতি অফস্পিনার।


স্যান্টনারের আউটের সঙ্গে শেষ হয় নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ১১৫ বলে ৬৭ রানের ইনিংস খেলেন এই কিউই ব্যাটার। ১৭০ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন শ্রীলঙ্কার অভিষিক্ত স্পিনার পেইরিস।


প্রথম ইনিংসে ১৮২ রান করে ম্যাচসেরা হন কামিন্দু মেন্ডিস। উভয় টেস্টে ৯টি করে মোট ১৮ উইকেট নিয়ে সিরিজসেরা হন প্রবাথ জয়সুরিয়া।


বিবার্তা/এনএইচ/রোমেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com