
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। গোলরক্ষক আলিফ রহমান ইমতিয়াজের দারুণ সেভে টাইব্রেকারে জিতে ফাইনালে উঠলো সাইফুল বারী টিটুর শিষ্যরা।
২৮ সেপ্টেম্বর, শনিবার দ্বিতীয় সেমিফাইনালে ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে রোমাঞ্চকর টাইব্রেকারে ৮-৭ ব্যবধানে পাকিস্তানকে হারায় বাংলাদেশ। এর আগে দুই দলের নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ২-২ গোলে।
টাইব্রেকারে শুরুর পাঁচ শটে বাংলাদেশের মোর্শেদ আলি, জয় আহমেদ, কমল মৃধা, সিয়াম অমিত, মোহাম্মদ মানিক লক্ষ্যভেদ করেন। পাকিস্তানের আব্দুল রেহমান, আব্দুল সামাদ, আবিস রেজা কাজমি, খোবাইব খান, উবাইব উল্লাহ খান পান জালের দেখা। থাকে ৫-৫ সমতা।
পরে এক শটের সাডেন ডেথে পাকিস্তানের মাজিদ আলি, শারাফ খান গোল করেন। জালের দেখা পান বাংলাদেশের আকাশ আহমেদ ও মিঠু চৌধুরী।
এরপর পাকিস্তানের আব্দুল ঘানির শট নিজের ডান দিকে ঝাঁপিয়ে সেভ করেন বদলি গোলরক্ষক আলিফ রহমান ইমতিয়াজ। আর আশিকুর রহমান নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করলে শঙ্কার মেঘ সরিয়ে সেমি-ফাইনালে ওঠার উচ্ছ্বাসে মেতে ওঠে বাংলাদেশ।
আসরে একমাত্র বাংলাদেশই জয়হীন ছিল গ্রুপ পর্বে। ভারতের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হেরে যাত্রা শুরুর পর মালদ্বীপের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে লাল-সবুজ জার্সিধারীরা। ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মালদ্বীপ ৩-০ ব্যবধানে হারায় গোল পার্থক্যে সেমি-ফাইনালে খেলার সুযোগ মেলে বাংলাদেশের। সেরা চারের মঞ্চে এসে প্রথম জয় পেল তারা।
গত শনিবার প্রথম সেমিফাইনালে নেপালকে ৪-২ গোলে হারিয়ে আগেই ফাইনালে পৌঁছেছে ভারত। আগামী সোমবার শিরোপা লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
বিবার্তা/এনএইচ/রোমেল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]