ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিততে চান রিশাদ
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৩
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিততে চান রিশাদ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিততে চান বাংলাদেশ দলের লেগ স্পিনার রিশাদ হোসেন।


গিল-সূর্যকুমারদের বিপক্ষে টাইগারদের সীমিত ওভারের এই সিরিজটা চ্যালেঞ্জিং হবে বলে বিশ্বাস করেন তিনি।


২৮ সেপ্টেম্বর, শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে রিশাদ হোসেন এসব কথা বলেন।


রিশাদ হোসেন বলেন, ‘ভারত তো সবসময় ভালো দল। মনে হয় টি-টোয়েন্টিতে র‌্যাঙ্কিংয়ে এক নম্বর দল ভারত। ওদের সঙ্গে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং। আশা করি আমরা সিরিজ জিতে আসব, ইনশাআল্লাহ। প্রস্তুতিও ওইভাবেই হচ্ছে। আমরা কেউ মনে করছি না সিরিজ জিততে পারব না। ইনশাআল্লাহ আমরা সিরিজ জিতে আসব।’


তিনি আরও বলেন, ‘আমরা ওইভাবেই অনুশীলন করছি এবং উইকেট তো আমাদের হাতে নাই। যে পরিস্থিতি বা উইকেট আসুক আমাদেরকে মানিয়ে নিয়ে খেলতে হবে এবং ওইখানে পারফর্ম করতে হবে। আমরা ওই প্রস্তুতি নিচ্ছি যে কন্ডিশনই আসুক না কেন আমরা যেন ওইখানে পারফর্ম করতে পারি।’


উল্লেখ্য, সাদা পোশাকের লড়াই শেষে দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। ৬ অক্টোবর গোয়ালিয়র, ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের ভারত সফর।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com