ফাইনালে যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০২:৩৬
ফাইনালে যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দক্ষিণ আমেরিকার ফুটবলের মহারণ কোপা আমেরিকার রোমাঞ্চক লড়াই এখন শেষ দেখার অপেক্ষা। বাংলাদেশ সময় আজ রাত পোহালেই জানা যাবে কারা চুম্বন করবে শ্রেষ্ঠত্বের শিরোপা। ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি আর্জেন্টিনা ও কলম্বিয়া।


একদিকে লিওনেল মেসির নেতৃত্বে অপ্রতিরোধ্য আর্জেন্টিনা, অন্যদিকে হামেস রদ্রিগেজের নেতৃত্বে তেজি কলম্বিয়া। দুই দলের লক্ষ্যই হবে শিরোপা জয়ের মধ্য দিয়ে নিজেদের স্থান পাকাপোক্ত করা। এমন ম্যাচে আর্জেন্টিনার একাদশ নিয়ে রয়েছে জল্পনা।


ফাইনালে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি একাদশে পরিবর্তন আনবেন না বলেই আভাস দিচ্ছে দেশটির গণমাধ্যম। তার মানে দি মারিয়া ও লিওনেল মেসির সঙ্গে আক্রমণভাগে থাকবেন হুলিয়ান আলভারেজ। জায়গা দিতে ফাইনালেও বেঞ্চে থাকবেন লাউতারো মার্টিনেজ।


যদিও এবারের আসরে বেঞ্চ থেকে মাঠে নেমে বেশ ভালোই ফর্ম দেখিয়েছেন লাউতারো। মাঝমাঠ মাতাবেন রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তিনজনই আছেন দারুণ ছন্দে। লিয়ান্দ্রো পারেদেসের মতো বিকল্প হাতে থাকলেও সেটা নিয়ে এখনই ভাবতে নারাজ স্কালোনি।


এছাড়া আর্জেন্টিনার জন্য সুখবরটা হলো আকুনিয়ার সেরে ওঠা। আক্রমণের ধার বাড়াতে আক্রমণাত্মক মনোভাবের এই ডিফেন্ডারকে খেলাতে পারেন স্কালোনি। আর গোলবারের নিচে যথারীতি বিশ্বস্ত এমিলিয়ানো মার্টিনেজ তো থাবকেনই।


কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:


গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ।


রক্ষণভাগ: গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো।


মাঝমাঠ: রড্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com