
বহুল প্রতীক্ষিত ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই। ইউরো কাপের ফাইনালে মুখোমুখি স্পেন ও ইংল্যান্ড। গত ১৬ বছরের মধ্যে তৃতীয় ফাইনাল খেলতে নামছে স্পেন আর অন্যদিকে টানা দ্বিতীয় ইউরোর ফাইনালে ইংল্যান্ড।
বার্লিন অলিম্পিক স্টেডিয়াম বা লুইস দে ফুয়েন্তের স্পেন মাঠে নামছে রেকর্ড চতুর্থ শিরোপা জয়ের মিশনে। অন্যদিকে, গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড এখনো প্রথম শিরোপা ছুঁয়ে দেখার অপেক্ষায় রয়েছে। রোববার (১৪ জুলাই) বার্লিনে যুদ্ধ শুরু হয় রাত ১টায়।
তারুণ্য আর অভিজ্ঞতা স্পেন- ইংল্যান্ডের ইউরো একাদশ যার মিশেলে গড়া। একদিকে লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, দানি ওলমো বিপরীতে জুড বেলিংহ্যাম, ফিল ফোডেন, বুকায়ো সাকা নিজেদের জায়গায় সেরা। পুরো টুর্নামেন্ট জুড়ে আলো ছড়িয়েছে স্প্যানিশরা। ছয় ম্যাচে শতভাগ জয়। এরমধ্যে একজনের কথা আলাদা করে না বললেই নয়, বিস্ময় বালক লামিন ইয়ামাল। যিনি নিজের ১৭তম জন্মদিনের উদযাপনটা তুলে রেখেছেন, শিরোপা জয়ের পর করবেন বলে।
ইয়ামালের যেমনি প্রথম তেমনি শেষ টুর্নামেন্ট স্পেনের গোল্ডেন জেনারেশনের সদস্য জেসুস নাভাসের। ১৫ বছরের ক্যারিয়ারে জিতেছেন ইউরো আর বিশ্বকাপ।
অন্যদিকে টুর্নামেন্টে যতদিন গড়িয়েছে ইংল্যান্ডের পারফরম্যান্সের গ্রাফ ততই উন্নতি হয়েছে। কোন ইনজুরি সমস্যা নেই ইংলিশদের। ফিরছেন লেফট ব্যাক লুক শউ স্প্যানিশদের আক্রমণ ঠেকাতে কাইল ওয়াকার, জন স্টোনসদের নিয়ে রক্ষণে মনোযোগী গ্যারেথ সাউটগেট। স্যার আল্ফ রামসির পর প্রথম শিরোপা জয়ের সুযোগ ইংলিশ ট্যাকটিশিয়ানের। তবে কাজটা যে কঠিন তা ভালোই জানা।
দু’দলের আগের ২৭ দেখায় ১৪ জয়ে এগিয়ে ইংল্যান্ড। স্পেন জিতেছে ১০টি। তবে পরিসংখ্যানে চোখ না দিয়ে বার্লিন জয়ে মনোযোগী দুই ফুটবল পরাশক্তি।
এই ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে স্পেন একাদশে ফিরেছেন দানি কার্ভাহাল। ইংল্যান্ড দলেও একটি পরিবর্তন এনেছেন কোচ গ্যারেথ সাউথগেট। কিরেন ট্রিপিয়ারের পরিবর্তে একাদশে খেলবেন লুক শ।
স্পেন একাদশ
উনাই সিমন (গোলরক্ষক), দানি কার্ভাহাল, লে নরম্যান্দ, আইমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেল্লা, ফাবিয়ান রুইজ, রড্রি, নিকো উইলিয়ামস, দানি ওলমো, লামিন ইয়ামাল, আলভারো মোরাতা।
ইংল্যান্ড একাদশ
জর্ডান পিকফোর্ড (গোলরক্ষক), কাইল ওয়াকার, জন স্টোনস, লুক শ, মার্ক গুয়ে, ডেকলান রাইস, কবি মাইনো, বাকায়ো সাকা, জুড বেলিংহ্যাম, ফিল ফোডেন, হ্যারি কেইন।
এদিকে বৈশ্বিক টুর্নামেন্ট লাইভ দেখা নিয়ে অনেক সময়ই বিড়ম্বনায় পড়তে হয় সমর্থকদের। তবে স্বস্তির খবর হচ্ছে, বাংলাদেশি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি দেখা যাচ্ছে এবারের ইউরো কাপের মহারণ। দেশের প্রথম ও একমাত্র স্পোর্টস ভিত্তক টিভি চ্যানেল টি-স্পোর্টস সরাসরি দেখা যাচ্ছে সবগুলো ম্যাচ।
এছাড়া টি-স্পোর্টস অ্যাপ, বাংলালিংক অ্যাপ, লাইভস্পোর্টস ও ইয়াল্লা ওয়েবসাইটে সরাসরি দেখা যাবে ম্যাচটি। আর ভারতে সনি ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লিভ অ্যাপে খেলা উপভোগ করা যাবে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]