শ্রীলঙ্কার অধিনায়কত্ব ছাড়লেন হাসারাঙ্গা
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ১৮:২৬
শ্রীলঙ্কার অধিনায়কত্ব ছাড়লেন হাসারাঙ্গা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাড়িয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির কারণে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।


বৃহস্পতিবার (১১ জুলাই) শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। হাসারাঙ্গা ঠিক কী কারণে দায়িত্ব থেকে সরে গেছেন তা অবশ্য জানায়নি বোর্ড।


বোর্ডের কাছে পদত্যাগ পত্রে হাসারাঙ্গা লিখেন, দলের খেলোয়াড় হিসেবে শ্রীলঙ্কা আমার কাছ থেকে সব ধরনের সমর্থন ও সহযোগিতা পাবে। দলের খেলোয়াড়দের সঙ্গে আমি বরাবরের মতোই আছি।


বিশ্বকাপের সুপার এইটে উঠতে না পারার ব্যর্থতায় অধিনায়ক পদে যে এমন কোনো সিদ্ধান্ত আসতে পারে, সেটা প্রায় নিশ্চিত ছিল। মাত্র ছয়মাস এই দায়িত্বে থাকার পর অধিনায়কত্ব ছেড়ে দিলেন হাসারাঙ্গা। বিশ্বকাপের জন্য তিনি যে অনেক বেশি চিন্তাভাবনা করছিলেন এবং সিরিয়াস ছিলেন তাকে কোনো সন্দেহ নেই। বিশ্বকাপের প্রস্তুতির জন্য যাতে কোনো ঘাটতি না থাকে সেজন্য তিনি আইপিএলও মিস করেন। যদিও সেইসময় পায়ের ইনজুরিতে ভুগছিলেন তিনি। তবে সেই ইনজুরি যাতে বিশ্বকাপে সমস্যা তৈরি না করে সেজন্য পুরো আইপিএলেই তিনি খেলেননি।


অধিনায়কত্ব ছাড়ার চিঠিতে তিনি লিখেন, বিশ্বকাপে থেকে আগেভাগে বিদায় আমাকে এবং আমার পুরো দলকে হতাশ করেছে। আমাদেরকে ঘিরে দেশবাসীর অনেক বড় প্রত্যাশা ছিল। আমরা সেরা দলও নিয়ে গিয়েছিলাম। কিন্তু প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল।


সেই ম্যাচটা শ্রীলঙ্কা দুই উইকেটে হেরেছিল। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ৭৭ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। এই দুই ম্যাচে হেরেই সুপার এইটে খেলার স্বপ্ন তাদের শেষ হয়ে যায়।


হাসারাঙ্গা বর্তমানে শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ক্যান্ডি ফ্যালকনের অধিনায়কত্ব করছেন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com