অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করলো বিসিবি
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ২২:০২
অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করলো বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চলতি মাসেই অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ হাই পারফর্মম্যান্স ইউনিট (এইচপি)। ১৩ জুলাই এইচপি দলের অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে। আসন্ন এই সফরে টি-টোয়েন্টি টুর্নামেন্টের পাশাপাশি হবে ওয়ানডে এবং চারদিনের ম্যাচ। এবারের টুর্নামেন্ট হবে ৯ দলের। বিগ ব্যাশের পার্থ স্কর্চার্স, অ্যাডিলেড স্ট্রাইকার্সসহ স্থানীয় আরও সাতটি দলের সঙ্গে খেলবে বাংলাদেশ এইচপি দল।


১০ জুলাই, বুধবার সন্ধ্যায় এইচপি ইউনিটের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


টি-টোয়েন্টির জন্য আকবর আলিকে, ওয়ানডের জন্য আফিফ হোসেনকে এবং চারদিনের ম্যাচের জন্য মাহমুদুল হাসান জয়কে অধিনায়কের দায়িত্ব দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।


টি-টোয়েন্টি সিরিজের দল:


আকবর আলি (অধিনায়ক), মাহফুজুর রহমান রাব্বি (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, জিসান আলম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, শামীম হোসেন, আরিফুল ইসলাম, ওয়াসি সিদ্দিক, রাকিবুল হাসান, আলিস ইসলাম, আবু হায়দার, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা।


একদিনের ম্যাচের সিরিজের দল:


আফিফ হোসেন (অধিনায়ক), আকবর আলি (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, জিসান আলম, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন, আরিফুল ইসলাম, ওয়াসি সিদ্দিক, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা।


চারদিনের ম্যাচের সিরিজের দল:


মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), শাহাদাত হোসেন (সহ-অধিনায়ক), সাদমান ইসলাম, পারভেজ হোসেন ইমন, অমিত হাসান, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম, আইচ মোল্লা, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, হাসান মুরাদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা।


বিবার্তা/ইমি/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com