
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার জেরে দল পুনর্গঠন শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের নির্বাচক কমিটি থেকে ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে বরখাস্তের মাধ্যমে তারই সূচনা হলো।
১০ জুলাই, বুধবার এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাক আর পাকিস্তানের নির্বাচক কমিটিতে থাকছেন না।
রাজ্জাক পুরুষ ও নারী দুই দলেরই নির্বাচক ছিলেন, ওয়াহাব কেবল পুরুষ দলের নির্বাচক কমিটিতে ছিলেন। নির্বাচক কমিটি পুনর্গঠন করে পরে জানানো হবে।
উল্লেখ্য বিশ্বকাপ শুরুর আগে সাত সদস্যের নির্বাচক কমিটি গঠন করে পাকিস্তান। ওয়াহাব ও রাজ্জাক ছিলেন অন্যতম দুই সদস্য। বিশ্বকাপ ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে গিয়ে পিসিবির প্রাথমিক তদন্তে এই দুই দুজনের কাজে অসংগতি খুঁজে পায়। এই কারণেই তাদের বরখাস্ত করা হয়েছে।
নির্বাচক কমিটির দুই সদস্যকে বরখাস্ত করলেও নতুন করে কাউকে এখনো নিয়োগ দেওয়া হয়নি। পাকিস্তানের গণমাধ্যম সূত্রে জানা গেছে, কয়েক সপ্তাহের মধ্যেই নির্বাচক কমিটি পুনর্গঠন করা হবে।
বিবার্তা/জেআর/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]