
বাংলাদেশ জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ (নারী-পুরুষ) প্রতিযোগিতার নড়াইল জেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে।
১০ জুলাই, বুধবার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায়, জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও জেলা পুলিশের আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী।
নড়াইল পুলিশ সুপার মোহা. মেহেদী হাসানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, ডিবির ওসি ছাব্বিরুল ইসলাম, টিআই কাজী হাসানুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আয়ুব খান বুলু, অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ ঘোষ প্রমুখ।
দুপুরে উদ্বোধনী খেলায় পুরুষ নড়াইল সদর থানা কাবাডি দল ৩২-২৪ পয়েন্টে লোহাগড়া থানা কাবাডি দলকে পরাজিত করে। এ প্রতিযোগিতায় নড়াইল জেলার নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া ও নড়াগাতি থানার চারটি পুরুষ দল এবং নড়াইল ও নড়াগাতি থানার দুইটি মহিলা দল অংশ গ্রহণ করবে।
বিবার্তা/শরিফুল/ইমি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]