কলকাতা নাইট রাইডার্সের পরামর্শক হচ্ছেন রাহুল দ্রাবিড়
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ১৬:৪৬
কলকাতা নাইট রাইডার্সের পরামর্শক হচ্ছেন রাহুল দ্রাবিড়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান রাহুল দ্রাবিড়। তার সঙ্গে বিশ্বকাপ পর্যন্তই চুক্তি ছিল ভারতের। এরপর বোর্ড চাইলেও ভারতীয় দলের কোচ হিসেবে তিনি আর চুক্তির মেয়াদ বাড়াননি। এদিকে দায়িত্ব ছাড়তে না ছাড়তে এবার নতুন প্রস্তাব পেয়েছেন দ্রাবিড়।


এবার তাকে কোচিংয়ের প্রস্তাব দিলো কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের এই দলটির মেন্টর বা পরামর্শক হতে যাচ্ছেন দ্রাবিড়। ভারতের গণমাধ্যম প্রকাশ করছে এমনই সংবাদ। পরিবারকে সময় দেয়ার কারণে দ্রাবিড় জাতীয় দলের দায়িত্ব ছেড়েছেন। জাতীয় দলের সঙ্গে কাজ করলে লম্বা সময় ধরে স্কোয়াডের সঙ্গে থাকতে হয়। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বছরে মাস দুয়েক কাজ করলেই হয়। তাই এমন প্রস্তাবে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পরামর্শক হওয়ার আগ্রহ দেখাচ্ছেন তিনি।


এদিকে গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্স’র মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। মেন্টর হিসেবে দলে ফিরেই কেকেআরের ১০ বছরের ট্রফির খরা কাটিয়েছেন দলটির সাবেক অধিনায়ক। তবে এবার গৌতমকে দেখা যাবে ভারতীয় দলের দায়িত্বে। যা কলকাতার জন্য বড় ধাক্কা।


ফলে তিনবারের শিরোপাজয়ী এই দলটি গৌতমের জায়গায় এমন একজনকে খুঁজছে, যার যোগ্যতা ও অভিজ্ঞতা সবই আছে। ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলানোর পাশাপাশি আইপিএলেও রাজস্থানের মেন্টর ছিলেন দ্রাবিড়।


অন্যদিকে কলকাতা ছাড়াও দ্রাবিড়ের প্রতি আগ্রহ দেখিয়েছে রাজস্থানসহ আরও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। ভারতের হেড কোচ হিসেবে ১২ কোটি রুপি পেতেন দ্রাবিড়। আইপিএলের দলগুলো অবশ্য তার থেকে অনেক বেশি পারিশ্রমিক দিতে চাচ্ছে দ্রাবিড়কে।


বিবার্তা/ইমি/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com