
জিতলেই সরাসরি সুপার এইট, আর হারলেই নানান সমীকরণের মারপ্যাঁচ। এমন সমীকরণে নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে পবিত্র ঈদুল আজহার দিনে দেশের মানুষের খুশি বাড়িয়ে দিতে চান টাইগাররা। সেই লক্ষ্যে টস হেরে আগে ব্যাটিং করবে নাজমুল হোসেন শান্তর দল।
সোমবার (১৭ জুন) আর্ন্স ভ্যালে গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নেপালের অধিনায়ক রোহিত পাউডেল।
এই ম্যাচে বাংলাদেশের একাদশে নেই কোন পরিবর্তন। অন্যদিকে একাদশে একটি পরিবর্তন এনেছে নেপাল। কারান কেসির পরিবর্তে একাদশে এসেছেন জোরা।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।
নেপাল একাদশ
কুশল ভুর্টেল, আসিফ শেখ, রোহিত পাউডেল (অধিনায়ক), অনিল সাহ, দীপেন্দ্র সিং আইরি, কুশল মাল্লা, গুলসান ঝা, সোমপাল কামি, সুদীপ জোরা, সন্দীপ লামিচানে, অবিনাশ বোহারা।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]