সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের স্কোয়াডে পরিবর্তন
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ১৬:২২
সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের স্কোয়াডে পরিবর্তন
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইতোমধ্যে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের দুই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ গতকাল (শুক্রবার) অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে লঙ্কানরা। ফলে তৃতীয় ওয়ানডে হবে সিরিজ নির্ধারণী লড়াই। তার আগে বাংলাদেশের স্কোয়াডে পরিবর্তন আনা হয়েছে। যেখানে বাদ পড়েছেন লিটন কুমার দাস এবং প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন জাকের আলি অনিক।


১৬ মার্চ, শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজি আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘এখন সিরিজ সমতায় রয়েছে, এক্ষেত্রে আমরা আশা করি জাকের আলির অন্তর্ভুক্তি শেষ ম্যাচের দলে বাড়তি অপশন যোগ করবে। একইসঙ্গে মিডল অর্ডারও শক্ত হবে আগের চেয়ে।’


এরপর লিটনের বাদ পড়ার কারণও ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক, ‘সাদা বলের ক্রিকেটে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়, তাই আমরা দলে পরিবর্তন এনেছি। একইসঙ্গে এর মাধ্যমে স্কোয়াডে থাকা আরও দুই দক্ষ ওপেনারের সামনেও খেলার সুযোগ থাকবে।’


এর আগে টি-টোয়েন্টি সিরিজে আলিস আল ইসলাম ইনজুরিতে ছিটকে যাওয়ায় সুযোগ পেয়ে যান জাকের আলি অনিক। এরপর জাতীয় দলে তার অভিষেকটাও স্বপ্নের মতো হয়েছে। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে সুযোগ পেয়েই তিনি ৩০ বলে ৫৩ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন। ইতোমধ্যে সবমিলিয়ে খেলা ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৫ গড় নিয়ে ব্যাট করেছেন জাকের।


এর আগে ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান লিস্ট ‘এ’ ক্যাটাগরির ম্যাচে ৮৪টি ম্যাচ খেলেছেন, যেখানে ৩৫ গড় নিয়ে তার রান দুই হাজারের কাছাকাছি।


লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ওয়ানডে স্কোয়াড :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও জাকের আলি অনিক।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com