
কুমিল্লা ফাইনালে ওঠার পরদিনই জানা গেল, মুস্তাফিজ ফিট আছেন। ম্যাচে খেলতে প্রস্তুত মুস্তাফিজ
জাতীয় দলের এই বাঁহাতি পেসারের ফিটনেস নিয়ে সংবাদমাধ্যমকে আশার কথা শুনিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। বিপিএল ফাইনালে খেলতে শারীরিকভাবে মুস্তাফিজ প্রস্তুত জানিয়ে এই চিকিৎসক বলেন, ‘মুস্তাফিজ ভালো আছে, আজকে তাকে ডাক্তার দেখেছে। সেলাই খুলে দেওয়া হয়েছে। ফাইনালে খেলতে বাধা নেই আর। সে খেলবে। এক কথায় বলতে গেলে হি ইজ ফিট টু প্লে।’
এর আগেই অবশ্য নিউরো সার্জন এবং বিসিবির সঙ্গে আলোচনা করে এক বিবৃতি কুমিল্লা জানিয়েছিল, হাসপাতাল থেকে টিম হোটেলে দলের সঙ্গে যোগ দেয়ার ছাড়পত্র পেয়েছেন মুস্তাফিজ।
বিপিএলের চট্টগ্রাম পর্বে অনুশীলনের সময় মাথায় চোট পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। পাঁচটি সেলাইও দিতে হয়েছিল তাকে। এমন চোটের পর এবারের বিপিএলে আর ফিরতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান ছিলেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, চলতি মৌসুমে কুমিল্লার পক্ষে ৯ ম্যাচে ১১ উইকেট পেয়েছেন মুস্তাফিজ।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]